Also read in

শিলচরে বহুভাষিক সঙ্গীতমেলা ২৩ ও ২৪শে, অংশ নেবে ২০টি গানের দল

নতুন দিগন্ত প্রকাশনী এবং বিপ্র স্মরণ মিউজিক্যাল গ্রুপের যৌথ ব্যবস্থাপনায় আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দুদিনের বহুভাষিক সঙ্গীতমেলা আয়োজিত হচ্ছে শিলচরের বিপিন পাল সভাস্থলে। এই মেলায় অংশ নেবে বিভিন্ন ভাষিক গোষ্ঠীর ২০ টি গানের দল। থাকবে নৃত্য সংগঠনও। মঙ্গলবার শহরে এক সাংবাদিক সম্মেলন আহ্বান করে মেলার বিষয়ে জানিয়ে দেন নতুন দিগন্ত প্রকাশনীর কর্ণধার মিতা দাসপুরকায়স্থ।

আয়োজকদের তরফে মিতা দাসপুরকায়স্থ বলেন, ২৩ ফেব্রুয়ারি বিকেলে বহুভাষিক সঙ্গীতমেলার উদ্বোধন করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনকলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক জগন্নাথ বর্মণ। ওই অনুষ্ঠানে নতুন দিগন্ত প্রকাশনী থেকে অহীন্দ্র দাসের ‘তথ্যে ভরা চারুকলা’ এবং দ্বীপেন শর্মার ‘বহাগর কুহিপাত’ গ্রন্থ দুটি প্রকাশিত হবে।
মিতা দাসপুরকায়স্থ আরও বলেছেন, গানমেলার দ্বিতীয় দিন ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় সংবর্ধনা জানানো হবে গুণীজনদের। এঁরা হলেন লোকসঙ্গীতে হীরালাল ভৌমিক, গানের দল হিসেবে বরাক তরঙ্গ, নৃত্যে দেবতোষ নাথ, লেখক আবিদরাজা মজুমদার, ক্রীড়ায় নির্মল ভট্টাচার্য এবং সাংবাদিকতায় তাজ উদ্দিন ও বাহার উদ্দিন চৌধুরী।

ভাস্কর দাস বলেন, সঙ্গীত শিল্পী বিপ্রজ্যোতি পুরকায়স্থ এই গানমেলা ২০১৩ সালে শরু করেছিলেন। ক্যানসার আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায়ও মেলা করেছেন ২০১৭ সালে। তাঁর প্রচেষ্টাকে এগিয়ে নিয়ে যেতেই প্রতি বছর চলছে গানমেলা।

Comments are closed.

error: Content is protected !!