Also read in

আজকের শিরোনাম : রোহিঙ্গাদের অসমে ঢোকাতেই বিল বিরোধী আন্দোলন: হিমন্ত

সুপ্রভাত, আজ শনিবার, ১০ই ফাল্গুন ,১৪২৫ বঙ্গাব্দ ; ২৩শে ফেব্রুয়ারি, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

জোরহাট জেলার শালমারা চা বাগান এবং গোলাঘাট জেলার বরহোলায় বিষাক্ত মদ্যপানে মৃত্যুর খবর আজ স্থানীয় পত্রিকা গুলো গুরুত্বসহকারে প্রকাশ করেছে।

দৈনিক প্রান্তজ্যোতির আট কলাম জোড়া শিরোনাম,

রাজ্যে বিষাক্ত চোলাই মদের বলি ৪২, তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর, আবগারি বিভাগকে তৎপর হতে বললেন সর্বানন্দ

প্রান্তজ্যোতির লিড নিউজ,

চোলাই বিষ মদে ৪৫ জনের প্রাণ গেল গোলাঘাট-তিতাবরে:: তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর:: ঘটনাস্থলে তিন নেতা:: পরিমলের কড়া পদক্ষেপ:: সাসপেন্ড দুই অফিসার

যুগশঙ্খের শিরোনাম,

উজানে বিষ মদের বলি ৪০ চা বাগান শ্রমিক

মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে উদ্ধৃত করে যুগশঙ্খের আরেকটি খবর,

রোহিঙ্গাদের অসমে ঢোকাতেই বিল বিরোধী আন্দোলন : হিমন্ত

এই প্রসঙ্গে প্রান্তজ্যোতি লিখেছে,

এ পর্যন্ত রাজ্যে গ্রেফতার ৭৫ জন।। বিল বিরোধী আন্দোলনে মদত দিয়েছে রোহিঙ্গারা: হিমন্ত

উত্তর-পূর্বের পাঁচটি রাজ্যের আসাম রাইফেলসকে বিশেষ ক্ষমতা প্রদান অবশেষে স্থগিত রাখল কেন্দ্রীয় সরকার, এই খবরে যুগশঙ্খ লিখেছে,

সামরিক শাসন! হুলুস্থুল বিধানসভায়।। বিদ্রোহের আঁচ পেয়ে পিছু হটছে দিল্লি

পুলওয়ামা হামলা নিয়ে বিভিন্ন খবর আজও স্থানীয় পত্রিকা গুলোতে পরিবেশিত হয়েছে।

প্রান্তজ্যোতি লিখেছে,

পাকিস্তানের উপর চাপ বাড়লে ভারত-বন্ধ করে দেবে তিন নদীর জল :গাড়করি

সাথে বক্স করে আছে,

পুলওয়ামা ইস্যুতে এবার মুখ ফেরাল ‘বন্ধু’ চীন

সাময়িক জানাচ্ছে,

  • যুদ্ধের প্রস্তুতি শুরু পাকিস্তানে
  • নেহেরুর জন্যই কাশ্মীর সমস্যা আজও অমীমাংসিত, সুর চড়ালেন অমিত
  • সমুদ্রপথে ঢুকেছে লস্কর জঙ্গিরা, হামলার আশঙ্কা ট্রেনে

সাময়িক বক্স করে জানাচ্ছে,

একই বিষয়ের পরীক্ষা দুবার, বিভ্রান্তিকর বিজ্ঞপ্তি আসাম বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রকের

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,

  • সিওল শান্তি পুরস্কারে সম্মানিত মোদি
  • সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী পোস্ট, রাজ্যে গ্রেফতার ১৫
  • আজ শিলচরে বিজেপির ‘শক্তিকেন্দ্র’ সমাবেশে রঞ্জিত, যোগীর ডেপুটিও
  • কয়লা,সার সিন্ডিকেটের মুক্তাঞ্চল বরাক: কমলাক্ষ
  • টেট শিক্ষিকাকে অপহরণ হাইলাকান্দিতে
  • হাইলাকান্দিতে সৈনিক ভবন নির্মাণে ১০ লক্ষ দেবে সরকার: রঞ্জিত

সম্পাদকীয়তে আজ প্রান্তজ্যোতি লিখেছে,

কেন হিমঘরে নাগরিকত্ব সংশোধনী বিল?

দৈনিক সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয়,

পথ দুর্ঘটনা নিয়ে এত নিরুদ্বিগ্নতা

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

বিশ্বকাপ ও ভারত-পাক ম্যাচ

এবং

একঘরে হওয়ার পথে পাকিস্তান

খেলার পাতায় সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে,

বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ নিয়ে সিদ্ধান্ত নিতে পারল না বোর্ড

আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের খবর,

বড় জয় ইন্ডিয়া ক্লাবের

যুগশঙ্খের খবর,

পাক শুটারদের ভিসা না দিয়ে আইওসির স্বীকৃতি হারাচ্ছে ভারত

প্রান্তজ্যোতি জানাচ্ছে,

শিলচরে ভারোত্তোলন প্রতিযোগিতা শুরু

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.