আসাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ক্লাব আজ আয়োজন করছে উৎসব 'অভ্যুদয়'
আসাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ক্লাব আজ বঙ্গভবনে আয়োজন করছে অভ্যুদয় উৎসবের। বরাক উপত্যকার ঐতিহ্য এবং সংস্কৃতি নিয়ে এই ‘ভূমি- জন্মভূমি’র আয়োজন ।
শিলচর বঙ্গভবনে আজ সন্ধ্যা ছয়টায় শুরু হচ্ছে এই অনুষ্ঠান। অনুষ্ঠান সহযোগিতায় রয়েছে, সেন্টার ফর হেরিটেজ অ্যান্ড বিজনেস স্টাডিজ, আসাম ইউনিভার্সিটি; ডান্সার সার্কেল (সৌমিত্র শঙ্কর চৌধুরী); মান্দী সামাজিক সাংস্কৃতিক সংস্থা; ভকতপুর কালচারাল ট্রুপ; কাছাড় বহুমুখী বর্মন মহিলা উন্নয়ন সমিতি; প্রজন্ম- দ্যা ফক ডায়েরিস এবং শরিক, শিলচর।
সন্ধ্যা সাড়ে সাড়ে ছটায় উদ্বোধনী বক্তব্যের পর একে একে থাকছে, উদ্বোধনী নৃত্য, ধামাইল, বাউল গান, কৃষ্ণ লীলা, রবীন্দ্র নৃত্য, লোকসংগীত প্রভৃতি। সবাইকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা।
Comments are closed.