Also read in

শ্রীকোনা থেকে আপাতত সরছেনা ওএনজিসি রিগ, সুস্মিতাকে জানালেন পেট্রোলিয়াম মন্ত্রী

শিলচরের কাছে শ্রীকোনায় ড্রিলিংয়ের জন্য ওএনজিসি’র যে রিগ রয়েছে তা আপাতত সরানো হচ্ছে না। শিলচরের সংসদ সুস্মিতা দেবকে এক পত্র মারফত পেট্রোলিয়াম মন্ত্রী এই কথা জানান। সম্প্রতি প্রয়োজনীয় খনন স্থলের অভাব এবং জমি অধিগ্রহণ সমস্যায় শিলচর থেকে রিগ সরিয়ে নেওয়ার তোড়জোড় চলছিল। এখন নতুন করে কিছু ড্রিলিং সাইট পাওয়ায় রিগ আপাতত সরিয়ে নেওয়া হচ্ছে না বলে জানান মন্ত্রী।

সাংসদ সুস্মিতা দেব গত নভেম্বর মাসে এই নিয়ে উষ্মা ব্যক্ত করে পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিয়েছিলেন। তেল ও প্রাকৃতিক গ্যাস নিগমের আসাম আরাকান ফোল্ড ব্যাল্ট এক্সপ্লেটরি এসেট (AAFBEA) এই নামে শ্রীকোনাতে কাজ চলছিল।

উল্লেখ্য, বরাক উপত্যকায় তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল সম্পদের সম্ভাবনার কথা বিভিন্ন সার্ভেতে উঠে এসেছিল, কিন্তু প্রকৃতপক্ষে কোটি কোটি টাকা বিনিয়োগ করে ও বাণিজ্যিক ভাবে কোন সফল উত্তোলন সম্ভব হয়নি। স্বাধীনতার আগে ও পরে বার্মা অয়েল কোম্পানি মাছিমপুর- শ্রীকোনা এলাকা থেকে তেল উত্তোলন করেছিল। ইদানিংকালে, আদম টিলায় কিছুদিন গ্যাস উত্তোলন করে একটি গ্যাস টারবাইন স্থাপন করা হয়েছিল, কিন্তু সেই স্থানেও এখন গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে।

Comments are closed.