Also read in

আজকের শিরোনাম: আকাশে ঘনাচ্ছে যুদ্ধের মেঘ

সুপ্রভাত, আজ বৃহস্পতিবার, ১৫ই ফাল্গুন ,১৪২৫ বঙ্গাব্দ ; ২৮শে ফেব্রুয়ারি, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

পুলওয়ামা কাণ্ড নিয়ে ভারতের জবাব এবং পাকিস্তানের পাল্টা জবাবের বিভিন্ন খবর আজ পত্রিকাগুলোর সিংহভাগ দখল করেছে।

ভারতীয় বায়ুসেনার বিধ্বস্ত মিগ-২১ বিমানের পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে আটক করল পাকিস্তান, এই খবরকে লিড করে সাময়িক প্রসঙ্গ লিখেছে,

  • পাকিস্তানের হাতে বন্দি ভারতীয় পাইলট:: উদ্বিগ্ন দেশ, মুক্তির আর্জি, ডেপুটি হাই কমিশনারকে হুঁশিয়ারি দিল্লির
  • অভিনন্দনকে অক্ষত ফিরিয়ে আনা হোক দাবি ২১টি বিরোধীদলের

সাথে আছে,

  • সুর নরম ইমরানের, ফের আলোচনার বার্তা
  • জঙ্গিদের মৃতদেহ কোথায়? প্রশ্ন শহীদের মা-র

প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,

স্যান্ডউইচড পাকিস্তানের শান্তি কুম্ভীরাশ্রু- ফের সেনাকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি

সাথে আছে,

  • যুদ্ধ বিমানকে গুলি করে নামালো ভারতীয় বায়ুসেনা
  • ‘আমি উইং কমান্ডার অভিনন্দন’
  • মিগ পাইলট পাক জালে
  • গায়ে যেন আঁচড় না লাগে, কড়া বার্তা নয়াদিল্লির

দৈনিক যুগশঙ্খের মুখ্য শিরোনাম,

আকাশে ঘনাচ্ছে যুদ্ধের মেঘ ।। সীমান্তে দফায় দফায় হামলা, প্রত্যাঘাতের জবাব দিলো ভারত, গুলি করে নামানো হলো পাকিস্তানের এফ-১৬, পাক কব্জায় মিগের উইং কমান্ডার

সাথে আছে,

ফেরত চাই উইং কমান্ডারকে, পাক দূতকে কড়া বার্তা দিল্লির

সাথে বক্স করে আছে,

জওয়ানদের নিয়ে জঘন্য রাজনীতি বিজেপির, তোপ বিরোধীদের

৮ কলাম জোড়া সুপার অ্যাঙ্করে সাময়িক প্রসঙ্গ জানাচ্ছে,

  • ইন্দ্রপতন: আমিরে শরীয়তের মহাপ্রয়ান, রাজ্য শোকস্তব্ধ ।। শেষ শ্রদ্ধা জানাতে জনতার উপচে পড়া ভিড় ।। আজ সকাল দশটায় রাঙ্গাউটিতে জানাজা
  • নতুন আমিরে শরিয়ত মৌলানা বদরুল হক এমনি

প্রান্তজ্যোতি বক্স করে জানাচ্ছে,

উদ্বাস্তু নোটিফিকেশন- কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

প্রথম পাতায় অন্য একটি খবরে সাময়িক জানাচ্ছে,

আজ ভিডিও কনফারেন্সে ১৫ হাজার স্থানে এক সঙ্গে কথা বলবেন মোদি

ভেতরের পাতায় সাময়িকের কয়েকটি খবর,

  • অসমের অন্যতম স্বচ্ছ এবং সবুজ গ্রামের তালিকায় কাছাড়ের দর্মিখাল
  • এনআরসি পুনরাবেদনের নথি যাচাই পর্বে হেনস্থা বন্ধের দাবি তুলল বরাকবঙ্গ
  • সার সিন্ডিকেটের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর দরবারে কমলাক্ষ, সরব সুজামও, ব্যবস্থা নেওয়ার আশ্বাস সর্বার

প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,

সাফাই কর্মীদের পদ ধৌত করিয়া মোদির নয়া বার্তা

সাময়িকের সম্পাদকীয়,

জাতীয়তাবাদীদের কাছে রাহুলের আত্মসমর্পণ

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

সন্তান সম্ভবা জঙ্গির নাগরিকত্ব

এবং

কালোর আলোয় ভরা অস্কার

খেলার পাতায় ভারত অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি ম্যাচের খবরে প্রান্তজ্যোতি লিখেছে,

ব্যাঙ্গালুরুতে দাপট ম্যাক্সওয়েলের, কাজে এল না ‘বিরাট’ ইনিংস।। আবারও হার, সিরিজ হাতছাড়া ভারতের

সাময়িকের অন্য দুটি খবর,

  • বিশ্বকাপে বোর্ডের নিরাপত্তার দাবি মেনে নিলো আইসিসি
  • খেলো ইন্ডিয়া: জোড়া পদক সুনিতার

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.