Also read in

হাইলাকান্দিতে মোটর সাইকেলের ধাক্কায় শ্রমিক সর্দারের মৃত্যু

হাইলাকান্দির লক্ষীনগর চা বাগান এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় মৃত্যু হল এক শ্রমিক সর্দারের। নিহত চা শ্রমিক সর্দারের নাম রামকৃষ্ণ যাদব। বাড়ি লক্ষীনগর চা বাগান এলাকায়।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে আয়নাখাল লক্ষীনগর সড়কে দুর্ঘটনাটি ঘটে। করিমগঞ্জের নাগ্রা এলাকা থেকে জনৈক জহিরুল হক নামের এক যুবক মোটর সাইকেল নিয়ে হাইলাকান্দি যাওয়ার পথে লক্ষীনগর এলাকায় ধাক্কা মারেন সাইকেল আরোহী রামকৃষ্ণ যাদবকে।। লক্ষীনগর বাগান কার্যালয়ের সম্মুখে আসার পর সাইকেল আরোহী চা শ্রমিক সর্দার রামকৃষ্ণ যাদবকে ধাক্কা মেরে ছিটকে পড়েন তিনি। খবর পেয়ে লক্ষীনগর ফাঁড়ি পুলিশ ও লালা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাইলাকান্দির এস কে রায় সিভিল হাসপাতালে প্রেরণ করে। যদিও
কর্তব্যরত চিকিৎসকরা সর্দার রামকৃষ্ণ যাদবকে মৃত বলে ঘোষণা করেন।

Comments are closed.