Also read in

আজকের শিরোনাম : ভুবনে পুণ্যার্থীর ঢল- পুজো দিলেন জেলাশাসক

সুপ্রভাত, আজ মঙ্গলবার, ২০শে ফাল্গুন ,১৪২৫ বঙ্গাব্দ ; ৫ই মার্চ, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

স্থানীয় পত্রিকা গুলো আজ বায়ুসেনার সার্জিক্যাল স্ট্রাইকে ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন খবরকে লিড করেছে।

দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে জানাচ্ছে,

  • ‘সাধারণ জ্ঞান নেই’ বনাম ‘মিথ্যার বেসাতি’
  • ফের মিথ্যে, বন্দুক কারখানা নিয়ে পাল্টা রাহুলের
  • রাফাল থাকলে শত্রু বিমান রেহাই পেত না: মোদি
  • রাজস্থান সীমান্তে পাক ড্রোন গুলি করে নামাল বায়ুসেনা

সাময়িক প্রসঙ্গের শিরোনাম,

  • বিকানিরে ক্ষেপণাস্ত্রে ঘায়েল পাক দ্রোন
  • চড়া মেজাজ বায়ুসেনার- পাক জঙ্গি ঘাঁটিতে চলবে অভিযান

প্রান্তজ্যোতির শিরোনাম,

  • রাফাল থাকলে আরো কড়া জবাব দেওয়া যেত: মোদি
  • পাক জঙ্গি ঘাঁটিতে আরো আঘাতের ইঙ্গিত
  • লাশ গোনা নয়, টার্গেটে আঘাত করাই আমাদের কাজ, মুখ খুললেন বায়ুসেনা প্রধান
  • অভিনন্দনের বীরগাথা- খোলাসা

প্রান্তজ্যোতির অন্য খবর,

বিষমদ- চিটেগুড় নিষিদ্ধ করার কড়া ফরমান মুখ্যমন্ত্রীর

এই প্রসঙ্গে সাময়িক জানাচ্ছে

লালি গুড় নিষিদ্ধ হল রাজ্যে

অ্যাঙ্কর প্রতিবেদনে যুগশঙ্খ জানাচ্ছে,

লোকসভা ভোটের কাটাছেঁড়া/ শিলচর : সুস্মিতার চ্যালেঞ্জ ভোট মেশিনারি- সাংগঠনিক দুর্বলতা

অন্য দুটি খবর,

  • ১৫ মার্চের মধ্যেই প্রার্থী তালিকা, অগপর সঙ্গে জোটে অনিহা প্রদেশ বিজেপির
  • অসমে বিনিয়োগের পরিবেশ অনুকূল: সর্বানন্দ

শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন খবর আজ স্থানীয় পত্রিকাগুলোতে পরিবেশিত হয়েছে। সাময়িক প্রসঙ্গ লিখেছে,

পুণ্যস্নানের মধ্যদিয়ে শেষ কুম্ভ মেলা, ভুবন পুণ্যার্থীর ঢল- পুজো দিলেন জেলাশাসক, ফোনে খবর নিলেন মুখ্যমন্ত্রী

দৈনিক প্রান্তজ্যোতি আজ সম্পাদকীয়তে লিখেছে,

রাতারাতি বরাককে বিকশিত করা লক্ষ্য

সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয়,

দেশের সঙ্কটে একতা এখন খুবই জরুরী

আজকের যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

বৌদ্ধিক দেউলিয়াপনা

এবং

উপহার দিন সেনিটারি ন্যাপকিন

খেলার পাতায় ভারত অস্ট্রেলিয়া ম্যাচের খবরে যুগশঙ্খ জানাচ্ছে,

আজ ছন্দ ধরে রাখতে চাইছে টিম ইন্ডিয়া – ভারতীয় স্পিনাররাই অস্ট্রেলিয়ার আসল চ্যালেঞ্জ

অন্য খবর,

উদ্বোধনী দিনে জিতল পাবলিক, কলেজিয়েট স্কুল- শিলচরে শুরু বৈদ্যনাথ ক্রিকেট

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.

error: Content is protected !!