Also read in

জেলা কংগ্রেস ভবনের চেয়ার টেবিল তুলে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে সরগরম হাইলাকান্দি

জেলা কংগ্রেস ভবনের সভাপতির কক্ষের চেয়ার টেবিল রাহুল রায় ঘনিষ্ঠ চিরঞ্জীব দাসের নিয়ে যাওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার রীতিমতো সরগরম হয়ে ওঠে হাইলাকান্দি, চলছে জোর চর্চা।

জেলা কংগ্রেস ভবনের সভাপতির কক্ষের আসবাবপত্রের মালিকানা নিয়ে এদিন রীতিমতো চলে নাটক । চেয়ার টেবিল দখলের এই ঘটনাকে কেন্দ্র করে এদিন কংগ্রেস দলের নেতা কর্মীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, চলে দৌঁড়ঝাপ ।

এদিন জেলাকংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল রায়ের ঘনিষ্ট জেলা কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক চিরঞ্জীব(মুন্না) দাস আচমকা শ্রমিক নিয়ে এসে কংগ্রেস ভবনে ঢুকে সভাপতির রুমের আসবাবপত্র তুলে নিয়ে যেতে শুরু করেন। তখন সেখানে উপস্থিত জেলা কংগ্রেসের সম্পাদক সামস উদ্দিন বড়লস্কর, প্রদেশ কংগ্রেসের সদস্য আনাম উদ্দিন লস্কর সহ অন্যরা তাতে বাধা দেন। তারা জানতে চান কেন এসব আসবাবপত্র তিনি নিয়ে যাচ্ছেন। তখন চিরঞ্জীব বাবু তাদেরকে জানান যে, এগুলি কংগ্রেস ভবনের আসবাবপত্র নয় । এই চেয়ার টেবিলগুলো তাদের ব্যাক্তিগত সম্পত্তি, তাই তিনি এগুলি নিয়ে যাচ্ছেন।

কংগ্রেস অফিসের চেয়ার টেবিল ইত্যাদি চিরঞ্জীববাবু ঠ্যালাগাড়িতে উঠাতে থাকলে সেখানে উপস্থিত কংগ্রেসিরা তাতে বাধা দেন। এতে দুপক্ষের মধ্যে বাক বিতণ্ডার সৃষ্টি হয়। সেসময় কংগ্রেস ভবনে উপস্থিত থাকা প্রাক্তনমন্ত্রী গৌতম রায় পরিস্থিতি সামলাতে এব্যাপারে হস্তক্ষেপ করেন। শেষপর্যন্ত গৌতম রায়ের উপস্থিতিতেই চিরঞ্জীব দাস আসবাবপত্রগুলি কংগ্রেস ভবন থেকে বের করে নিয়ে যান। এই ঘটনায় কংগ্রেস নেতাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় । তারা একবাক্যে এই ঘটনার নিন্দা এবং ধিক্কার জানান। পরিস্থিতি এই পর্যায়ে দাঁড়ায় যে বুধবার জেলাকংগ্রেস সভাপতি জয়নাল উদ্দিন লস্কর কংগ্রেস ভবনে তার কক্ষে এলে সেখানে বসার মত কিছুই অবশিষ্ট ছিল না।

এহেন পরিস্থিতিতে প্রদেশ কংগ্রেস সদস্য আনাম উদ্দিন লস্কর   নতুন চেয়ার টেবিল ক্রয় করতে ব্যাক্তিগতভাবে দশ হাজার টাকা প্রদান করেন।। এদিকে এ ঘটনার খবর পেয়ে কংগ্রেসের অন্য নেতা কর্মীরা দ্রুত কংগ্রেস ভবনে ছুটে এসে জটলা বেঁধে এনিয়ে বিচার বিশ্লেষণ  শুরু করেন। জেলাকংগ্রেস কার্যালয়ের সভাপতির কক্ষের আসবাবপত্র নিয়ে যাওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন জেলাকংগ্রেসের সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর, সামস উদ্দিন বড়লস্কর , আইনজীবী রুকন উদ্দিন বড়ভুইয়া, নাসির উদ্দিন তাপাদার এবং সাগির আহামেদ লস্কর প্রমুখ। কংগ্রেস ভবনের চেয়ার টেবিল নিয়ে যাওয়াকে ছোট মনের পরিচয় বলে তারা কটাক্ষ  করেন। যদিও চিরঞ্জীব দাসের সাফ কথা, এসব আসবাবপত্র কংগ্রেস ভবনের সম্পত্তি ছিল না।

Comments are closed.