Also read in

আজকের শিরোনাম: রাজদীপ-দিলীপ আস্থা নেই নতুন মুখ খুঁজছে সংঘ পরিবার

সুপ্রভাত, আজ বৃহস্পতিবার, ২২শে ফাল্গুন ,১৪২৫ বঙ্গাব্দ ; ৭ই মার্চ, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

খোদ প্রতিরক্ষা মন্ত্রকের দপ্তর থেকে চুরি গিয়েছে বিতর্কিত রাফায়েল নথি, এই সংক্রান্ত বিভিন্ন খবর গুরুত্বসহকারে প্রকাশ করেছে আজ স্থানীয় পত্রিকা গুলো।

প্রান্তজ্যোতির লিড নিউজ,

রাফালের তথ্য চুরি, সুপ্রিম কোর্টকে কেন্দ্র

সাময়িক প্রসঙ্গ মুখ্য শিরোনামে লিখেছে,

প্রতিরক্ষা মন্ত্রক থেকে গুরুত্বপূর্ণ গোপন ফাইল খোয়া যাওয়ায় চাঞ্চল্য।। রাফায়েলের নথি চুরি! সুপ্রিম কোর্টে কেন্দ্র

দৈনিক যুগশঙ্খ মুখ্য শিরোনামে লিখেছে,

চুরি-ই হয়েছে রাফাল নথি সুপ্রিম কোর্টে কবুল কেন্দ্রের।। নেপথ্যে প্রতিরক্ষা কর্মী! তদন্ত শুরু, শীর্ষ আদালতকে জানালেন এজি

এই নাগরিকত্ব বিল নিয়ে প্রান্তজ্যোতির সুপার অ্যাঙ্কর প্রতিবেদন,

হিমঘরে বিল! নোটিফিকেশন কোন ঘরে? জবাবের দায় সরকারের

সাথে বক্স করে আছে,

অসমে নয় নিঃশর্ত নোটিফিকেশন: রাজ্য সরকারের হলফনামা

সাময়িক প্রসঙ্গের সুপার অ্যাঙ্কর নিউজ,

ছিন্নমূল বাঙ্গালীদের স্বস্তি দেওয়ার নোটিফিকেশন নিয়ে মামলা, মতানৈক্য জমিয়তের অন্দরেই।। এন আর সি-তে হেনস্থায় আত্মহত্যার মতো ঘটনা আরও ঘটতে পারে, আশঙ্কা হাফিজের

আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে যুগশঙ্খের অ্যাঙ্কর প্রতিবেদন,

রাজদীপ-দিলীপে আস্থা নেই, নতুন মুখ খুঁজছে সংঘ পরিবার

দ্বিতীয় শিরোনামে যুগশঙ্খ লিখেছে,

নাগরিকত্ব বিলে সুর নরম কনরাডের, আলোচনার ভিত্তিতে সমর্থনের ইঙ্গিত

অযোধ্যা মামলা নিয়েও বিভিন্ন খবর পত্রিকাগুলোতে পরিবেশিত হয়েছে। প্রান্তজ্যোতি জানাচ্ছে,

মধ্যস্থতাকারী প্যানেলের নাম সুপারিশের নির্দেশ- অযোধ্যা মামলার স্থায়ী সমাধান চাইছে সুপ্রিম কোর্ট

প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,

  • চাকরিতে বরাকের প্রতি বৈষম্য হচ্ছে: কমলাক্ষ
  • আজ থেকে হিল সেকশনে রেল অবরোধ
  • যুগের অবসান, প্রয়াত জলন্ত সেনগুপ্ত
  • নিরীহদের ওপর হামলার ফল ভালো হবে না, হুঁশিয়ারি সেনার
  • গবেষকদের আন্দোলনে স্তব্ধ বিশ্ববিদ্যালয়

সাময়িক প্রসঙ্গ ছবি সহ জানাচ্ছে,

৮০ শতাংশ বোমাই লক্ষ্যে আঘাত করেছে, কেন্দ্রকে রিপোর্ট বায়ুসেনার

সাথে আছে,

বোমাবর্ষণের পরও অক্ষত জৈশের মাদ্রাসা! উপগ্রহের ছবি ঘিরে ধন্দ

ভেতরের পাতায় সাময়িক জানাচ্ছে,

মালুগ্রামে বিধ্বংসী আগুনে পুড়ল দোকান ঘর, বসত বাড়ি

সম্পাদকীয়তে আজ সাময়িক প্রসঙ্গ লিখেছে,

এনআরসি হেনস্থায় মৌন, বধির রাজনীতি

প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,

শব্দ ও বায়ু দূষণ রোধে পুলিশ কঠোর হোক

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

লাশের গুনতি বন্ধ হোক

এবং

শিশুরাই দূষণের সহজ শিকার

খেলার পাতায় ভারত ইংল্যান্ড মহিলা ক্রিকেটের খবরে সাময়িক জানাচ্ছে,

আজ সিরিজ বাঁচানোর লড়াই মন্ধানা ব্রিগেডের

আরেকটি খবর,

স্কুল ক্রিকেটে জিতল গভ: বয়েজ , মহর্ষি

আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের খবরে প্রান্তজ্যোতি লিখেছে,

আজ নামছে ইন্ডিয়া ক্লাব

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.