হিন্দু বিরোধী বক্তব্যের অভিযোগে জে কে ড্যানিয়েলের বিরুদ্ধে প্রাথমিক এজাহার
সামাজিক মাধ্যমে হিন্দু ধর্মের বিরুদ্ধে অশ্লীল ও অসম্মানজনক মন্তব্য পোস্ট করার জন্য জে কে ড্যানিয়াল নামের একটি ফেসবুক অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ওই পোস্ট সমাজে হিংসা ও সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং এই ফেসবুক একাউন্টের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য এফআইআর-এ আবেদন করা হয়েছে। মন্তব্যের এবং অভিযুক্তের প্রোফাইল ছবির কিছু স্ক্রিনশটও এফআইআর’র সঙ্গে জমা দেওয়া হয়েছে।
অভিযোগ করা হয়েছে, মন্তব্যটিতে ইচ্ছাকৃতভাবে হিন্দু পৌরাণিক চরিত্র রাম, সীতা, লক্ষণ এবং হনুমানের বিরুদ্ধে অশ্লীল শব্দ ব্যবহার করা হয়েছে।
এই ফেসবুক একাউন্টের বর্তমান শহর হিসাবে যদিও গৌহাটির নাম রয়েছে, কিন্তু তার নিজস্ব শহর হিসেবে করিমগঞ্জের নাম লেখা রয়েছে।
শিলচর সদর থানায় এফআইআর দাখিল করার সময় বিশ্বরূপ ভট্টাচার্য, বিশাল রায়, সানি দে এবং রোহিত চন্দ উপস্থিত ছিলেন।
Comments are closed.