Also read in

দলে যোগ্য প্রার্থী নেই, এআইইউডিএফ-এর রাধেশ্যামকে প্রার্থী করতে চায় করিমগঞ্জ কংগ্রেস

দলের দৈন্যতার বহিঃপ্রকাশ ঘটল করিমগঞ্জ কংগ্রেসে। জেলা কংগ্রেস সভাপতি সতু রায় এআইইউডিএফ-এর বর্তমান সাংসদ রাধেশ্যাম বিশ্বাসকে কংগ্রেস প্রার্থী করতে চান।

এক পত্র মারফত আইসিসির সাধারণ সম্পাদক হরিশ রাওয়াতের কাছে এমন আবদার পেশ করলেন সতু রায়। তিনি জানান, এটা সর্বজনবিদিত যে দলের অবস্থা খুবই সংকট জনক এবং এই সন্ধিক্ষণে খুবই সতর্ক ভাবে আগামী লোকসভা নির্বাচনের জন্য দলীয় প্রার্থী নির্বাচন করতে হবে । তপশিলি জাতি সংরক্ষিত করিমগঞ্জ আসনে উপযুক্ত প্রার্থী পাওয়া যাচ্ছে না। স্বরূপ দাসকে নিয়ে প্রাথমিকভাবে চিন্তাভাবনা করলেও তার তফসিলি জাতি সার্টিফিকেট নিয়ে সন্দেহ রয়েছে, তাই স্বরূপ দাসকে প্রার্থী করাটা ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ তার নমিনেশন বাতিল হয়ে যেতে পারে।

এর পরিপ্রেক্ষিতে বর্তমান এআইইউডিএফ সাংসদ রাধেশ্যাম বিশ্বাসকে কংগ্রেস দলের প্রার্থী হিসেবে দাঁড় করানো যেতে পারে; যদি এআইইউডিএফ করিমগঞ্জ আসনে কোন প্রার্থী না দেয় এবং সেটা আগে নিশ্চিত হতে হবে।

পরিশেষে জেলা কংগ্রেস সভাপতি ব্যাপারটা সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাওয়াত-এর উপরই ছেড়ে দিয়ে বলেছেন, দলীয় হাইকমান্ড এই ব্যাপারে যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তা সকলেই মেনে নেবেন।

এই পত্রে প্রতীয়মান হল যে, কংগ্রেস দলের জন্য কোন সুযোগ্য প্রার্থী করিমগঞ্জে নেই। এক সর্বভারতীয় দল, যে দল এত বৎসর দেশ শাসন করে এসেছে, তার পক্ষে ঘটনাটি খুবই লজ্জাজনক!

Comments are closed.