সামান্য টাকার জন্য মাকেই খুন করে বসলো ছেলে
করিমগঞ্জ জেলার পাথারকান্দির বাটইয়া এলাকার চাটইয়া গ্রামের এক যুবক তার পঁয়তাল্লিশ বর্ষীয়া মাকে খুন করল শুক্রবার।
এই ঘটনার তদন্তকারী পাথারকান্দি পুলিশ স্টেশনের ইন্সপেক্টর সীমান্ত বরা জানিয়েছেন যে, প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে
নিয়াজ উদ্দিনই(২২) তার মা তৈমুন নেসাকে খুন করেছে। টাকাকড়ি নিয়ে এক ঝগড়াঝাঁটির পর তাকে খুন করে নিজেরই পুত্র। এক সুপারি বাগান বিক্রির টাকা নিয়ে কিছুদিন ধরেই তাদের মধ্যে ঝগড়াঝাঁটি চলছিল।
এরালিগুল গ্রাম থেকে বাড়িতে ফিরে আসার সময় সকাল প্রায় ১১ টায় এই খুনের ঘটনা ঘটে। বাড়ি ফিরে আসার সময় মাকে এক নির্জন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে নিয়াজ। মাথায় এবং ঘাড়ে ধারালো দা দিয়ে আঘাত করে সে। গুরুতর আহত অবস্থায় কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তৈমুন নেসা। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।
তৈমুন নেসা জুনাব আলী নামক ব্যাক্তির তৃতীয় স্ত্রী । তার মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, নিয়াজ এখনো পলাতক। ঘাতককে পাকড়াও করার জন্য সব দিকে জাল বিছানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্তা।
Comments are closed.