Also read in

হাইলাকান্দিতে জমি নিয়ে দু'পক্ষের সংঘর্ষে নিহত -১,জখম -৮

 

হাইলাকান্দি জেলার ধলছড়া বিলাইপুর জিপির বালিছড়া গ্রামে জমি বিবাদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দু’পক্ষের কম করেও ৮ জন। নিহত ব্যাক্তির নাম মনির আলি চৌধুরী (৫৪), বাড়ি বালিছড়া গ্রামে।

ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। সংঘর্ষের খবর পেয়ে বিলাইপুর ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে। জানা গেছে, এদিন সকালে বালিছড়া গ্রামের মনির আলি চৌধুরীর পরিবারের সাথে একই গ্রামের রহিম উদ্দিন চৌধুরীর পরিবারের বিরোধ বাঁধে। এক সময় ওই বিবাদ সংঘর্ষের আকার ধারন করে । ধারালো দা, বল্লম, লাঠি নিয়ে এক পক্ষ অপর পক্ষকে আক্রমন করে। এতে দু’পক্ষের আট জন জখম হন। এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা। খবর পেয়ে বিলাইপুর ফাঁড়ি পুলিশ থানার ইনচার্জ বিজয় গোস্বামীর নেতৃত্বে পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে । যদিও হাসপাতালে পৌছার পথে মনির আলি চৌধুরীর মৃত্যু হয় ।

অন্যদিকে খুনের ঘটনার প্রধান অভিযুক্ত আহত রহিম উদ্দিন চৌধুরীকে পুলিশ সাথে সাথেই গ্রেফতার করে চিকিৎসার জন্য হাইলাকান্দির এস কে রায় হাসপাতালে ভর্তি করে।

Comments are closed.