Also read in

আজকের শিরোনাম: ফের সিংহাসনে মোদিই : সি ভোটার

সুপ্রভাত, আজ সোমবার, ২৬শে ফাল্গুন ,১৪২৫ বঙ্গাব্দ ; ১১ই মার্চ, ২০১৯ খ্রিস্টাব্দ ।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

নির্বাচন কমিশন কর্তৃক আসন্ন লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হল গতকাল, এই খবরকেই আজ লিড করেছে সবগুলো স্থানীয় পত্রিকা।

প্রান্তজ্যোতির আট কলাম জোড়া শিরোনাম,

উঠল বেজে রণদামামা – ভোটগ্রহণ শিলচর, করিমগঞ্জ ও ডিফুতে ১৮ এপ্রিল

সাময়িকের আট কলাম জোড়া মুখ্য শিরোনাম,

১১ এপ্রিল থেকে ১৯ মে, সাত দফায় ভোট- আদর্শ আচরণ বিধি চালু :: অসমে তিন পর্যায়ে ভোটগ্রহণ :: শিলচর ও করিমগঞ্জে ১৮ এপ্রিল :: দেশে মোট ভোটার ৯০ কোটি :: একসঙ্গে গণনা ২৩ শে মে :: ইভিএম-এ থাকছে প্রার্থীর ছবি, ঘোষণা কমিশনের

সাথে আছে,

শিলান্যাস রাজনীতি শেষ, এবার শুরু ভোট প্রচার ।। কেন্দ্রে ফিরছে এনডিএ: সর্বা।। আসন আরও বাড়বে: হিমন্ত

দৈনিক যুগশঙ্খের ও আট কলাম জোড়া শিরোনাম

সাত ধাপে দিল্লি দখলের লড়াই :: ১১,১৮,২৩ এপ্রিল তিন পর্যায়ে নির্বাচন রাজ্যে

সাথে আছে,

  • অন্ধ্র, ওড়িশা, অরুণাচল ও সিকিমেও একই সঙ্গে বিধানসভা নির্বাচন
  • ভূ-স্বর্গে বিধানসভা নির্বাচন এখনই নয়- পাকিস্তানের কাছে আত্মসমর্পণ মোদির, খোঁচা ওমর আব্দুল্লার
  • ইথিওপিয়ার বিমান দুর্ঘটনা নিয়ে অন্য খবর,
  • চার ভারতীয়সহ ১৫৭ জনকে নিয়ে ভেঙে পড়ল বিমান

আসন্ন নির্বাচন নিয়ে এক সমীক্ষার খবরে যুগশঙ্খ জানাচ্ছে,

ফের সিংহাসনে মোদিই: সি ভোটার :: উত্তরপ্রদেশের মহাজোটের কারণে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেনা এনডিএ :: অসমে ৭টি আসন পাচ্ছে কংগ্রেস:: মহাজোট ব্যর্থ হলে এনডিএ-র আসন সংখ্যা দাঁড়াবে ৩০৭

যুগশঙ্খের এংকর প্রতিবেদন,

শিলচরে আমি প্রার্থী হলে জামানত বাজেয়াপ্ত হবে: গৌতম রায়- বিজেপিতে যোগ দেওয়া নিয়ে ফের জল্পনা

ভোটের অন্য খবরে সাময়িক জানাচ্ছে,

ভোটের শিঙ্গা বাজতেই করিমগঞ্জের দিশেহারা প্রত্যাশীরা ছুটছেন দিল্লি-দিসপুর

প্রান্তজ্যোতির অ্যাঙ্কর প্রতিবেদন,

শিলচর লোকসভা আসন-সুস্মিতাকে এখন কর্মীদের আস্থা অর্জনে লড়তে হচ্ছে

প্রান্তজ্যোতি বক্স করে জানাচ্ছে,

হাইলাকান্দিতে দুই পরিবারের মারপিট, হত এক, ঘায়েল নয়

ভেতরের পাতায় প্রান্তজ্যোতির কয়েকটি খবর,

  • আত্মঘাতী জিরিঘাট থানার পুলিশ
  • আবেদন করা সত্ত্বেও ভোটার তালিকায় নাম উঠছে না জিরিবামের বাঙ্গালীদের
  • পোলিও কর্মসূচির সূচনা জেলা শাসকের

তিন এর পাতায় সাময়িক জানাচ্ছে,

  • মহিলা আবাসিককে কু-প্রস্তাব দিয়ে শ্লীলতাহানি, শিলচরে আটক হোটেল ম্যানেজার
  • অস্তিত্বের গভীর সংকট, বাঙ্গালীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক বরাক বঙ্গের অধিবেশনে
  • শিলডুবিতে মডার্ন কমিউনিটি শৌচাগারের শিলান্যাস আমিনুলের

সম্পাদকীয়তে আজ সাময়িকের শিরোনাম,

ভারতীয় সেনার মর্যাদা অনেক

প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,

ক্যান্সার প্রবন বরাকে সচেতনতা বৃদ্ধি হোক

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দায় কমিশনের

এবং

কাশ্মীর: সরকারবিরোধী ঐকমত্য জরুরী

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে রানের পাহাড় গড়ে হারল ভারত, এই খবরে সাময়িক লিখেছে,

রেকর্ড রান তাড়ায় সিরিজে সমতা স্থাপন অস্ট্রেলিয়ার- টার্নারের ঝড়ো ইনিংসে অসিদের পজিটিভ টার্ন

বৈদ্যনাথ আন্ত স্কুল ক্রিকেট প্রতিযোগিতার খবরে প্রান্তজ্যোতি জানাচ্ছে,

জিতল সরকারি স্কুল, সূর্যকুমার

যুগশঙ্খের খবর,

আই পি এলকে চাপে ফেলে দিল নির্বাচন

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.