দুষ্কৃতির গুলিতে নিহত বিজেপি নেতা সুখেন্দু দাস
অজ্ঞাত পরিচয় দুষ্কৃতির গুলিতে নিহত হয়েছেন বড়খলার বিধানসভা সমষ্টির অন্তর্গত হাতিছড়া পঞ্চায়েতের নবনির্বাচিত সভাপতি এবং বিজেপি নেতা সুখেন্দু দাস। বিজেপির জেলা কমিটি সূত্রের খবর অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ ঝাপিরবন্দ সংলগ্ন মহাসড়কে বাইকে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী তাকে গুলি করে। এতে তিনি এবং তার সঙ্গে আরোহী রিঙ্কু সেনাপতি গুরুতর আহত হন। পরে শিলচর মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুখেন্দু।
উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম ঘটনার বিবরণ দিয়ে বলেন, বড়খলা সমষ্টির হাতিছড়া গাঁও পঞ্চায়েত সভাপতি সুখেন্দু এবং তার ভাগ্নে এদিন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীর গুলির শিকার হয়েছেন। ঘটনায় সারা রাজ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ঘটনার খোঁজ নিয়েছেন এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশকে এবং দলের নেতাদের নির্দেশ দিয়েছেন। বিধায়ক সোম বলেন, “আমাদের মনে হয় কোন এক বিশেষ রাজনৈতিক চক্রান্তের অধীনে এই ঘটনাটি ঘটানো হয়েছে। কোনও একটি রাজনৈতিক চক্র চায় জেলায় অশান্তির পরিবেশ তৈরি হোক, কারণ এক মাসের মধ্যেই এখানে লোকসভা নির্বাচন রয়েছে। তবে আমরা এদের বিরুদ্ধে কঠোর হাতে পদক্ষেপ নেব এবং দোষীদের খুঁজে বের করে উচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে”।
এদিন শিলচর মেডিক্যাল কলেজে বড়খলার বিধায়ক কিশোর নাথ, জেলা বিজেপির সভাপতি কৌশিক রাই, রাজদীপ রায়, পুলিশ সুপার মুগ্ধজ্যোতি দেবমোহন্ত অনেকেই উপস্থিত হন।
Comments are closed.