হোলিতে রেকর্ড সংখ্যক পথদুর্ঘটনা, জখম হলেন দূরদর্শনের আধিকারিকও
বড়সড় দুর্ঘটনা না ঘটলেও গতকাল হোলির দিনে অসংখ্য পথ দুর্ঘটনা এবং হাঙ্গামার খবর পাওয়া গেছে। কত জন আহত হয়েছেন তা পুলিশ কর্তৃপক্ষ তথা হাসপাতাল কর্তৃপক্ষ বলতে পারছেন না। শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র অনুযায়ী শতাধিক লোক সকাল থেকে দুর্ঘটনায় আহত হয়ে মেডিকেলে চিকিৎসা গ্রহণ করেছেন।
এদিন শহরের ট্রাঙ্ক রোডে ইন্ডিকা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন শিলচর দূরদর্শনের আধিকারিক প্রেমাংশু পাল চৌধুরী। মাথায় এবং পায়ে মারাত্মক চোট নিয়ে তিনি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি বিভাগে চিকিৎসাধীন। পালচৌধুরী স্কুটি নিয়ে বাড়ি যাওয়ার সময় একটা ইন্ডিকা গাড়ি তাকে ক্যাপিটাল ট্রাভেলস মোড়ে ধাক্কা মারে, তিনি ছিটকে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ পরে দুর্ঘটনাগ্রস্ত স্কুটি ও ইন্ডিকা গাড়ি থানায় নিয়ে যায়।
বিকেলে রামনগরে নেপচুন হোটেলে হামলা চালায় একদল যুবক । দুই সম্প্রদায়ের মধ্যে এই হাঙ্গামার খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সৎসঙ্গ আশ্রম রোডে দুই দল যুবকের সংঘর্ষের খবর পাওয়া গেছে। শহরের অন্যান্য এলাকা থেকেও হাঙ্গামা এবং দুর্ঘটনার খবর পাওয়া গেছে।
সন্ধ্যার পরে এনআইটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক সহ ছিটকে পড়ে গুরুতর আহত হন জয়দেব নাথ নামে এক যুবক। তাছাড়া বিকেলে বারিকনগরের সংঘর্ষ ঘটে একটি বাইক ও অটোর; এতে আহত হয়েছেন পাঁচজন।
চারটে নাগাদ শিলচর সদর থানার কাছে কর্তব্যরত পুলিশ কর্মীর উপর হামলা চালাতে উদ্যত হয় বাইক আরোহী এক যুবক; অন্যান্য পুলিশকর্মীরা যুবকটিকে পাকড়াও করে থানায় নিয়ে যান।
বলাবাহুল্য, এসব হাঙ্গামা এবং দুর্ঘটনা গুলোর মধ্যে বেশির ভাগই সংঘটিত হয়েছে মাত্রাতিরিক্ত মদ্যপান করে নেশাগ্রস্ত হওয়ার জন্য।
Comments are closed.