Also read in

লোক সঙ্গীত সম্রাট  কালিকা প্রসাদ ভট্টাচার্য আর আমাদের মধ্যে নেই

লোকশিল্পে অসাধারণ অবদানের জন্য বিশ্ববিখ্যাত শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য মারা গেছেন। তিনি আজ একটি অনুষ্ঠান শেষ করে   কলকাতায়  ফিরে   আসার সময়  হুগলি  জেলার গুরুপ নামক স্থানে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এক মারাত্মক  পথ দুর্ঘটনায় মারা যান । একটি খালে তার গাড়িটি  পড়ে যায়, সঙ্গে থাকা  দোহারের পাঁচজন সদস্য গুরুতরভাবে আহত হন।

এফআইআর উদ্ধৃতিতে  জানা  যায়  চার চাকার এই গাড়ীটিকে  পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেওয়ায় এটি খাদের
মধ্যে পড়ে যায় ।

দুর্ঘটনার তদন্তকারী পুলিশ ইন্সপেক্টর বলেন, “৪০ বছর বয়সী এই  গায়ক বর্ধমান হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান।”

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, দুর্ঘটনা এবং গায়ক এর দুঃখজনক মৃত্যু সম্পর্কে জানতে পেরে তিনি হতাশ ও মর্মাহত ।

তিনি বরাক উপত্যকার সবচেয়ে সফল রত্নের মধ্যে অন্যতম এবং তাঁর এই প্রয়াণ  উপত্যকা তথা সমগ্র দেশের জন্য এক বিশাল ক্ষতি।  তাঁকে বরাক তথা সমগ্র বিশ্বের বাঙ্গালী কখনো ভূলবেনা।

Comments are closed.