সোমবার করিমগঞ্জে বাবুল সুপ্রিয়, তার উপস্থিতিতেই মনোনয়নপত্র জমা দেবেন কৃপানাথ
বিজেপির প্রার্থী কৃপানাথ মালার হয়ে প্রচারে ঝড় তুলতে সোমবার করিমগঞ্জে আসছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন সকালে প্রথমে তিনি একটি জনসভায় অংশ নেবেন তারপর মন্ত্রীর উপস্থিতিতে কৃপনাথ মালা তার মনোনয়ন দাখিল করবেন। করিমগঞ্জ জেলা বিজেপির পক্ষ থেকে এই খবরটি শনিবার জানানো হয়েছে।
করিমগঞ্জ জেলা বিজেপির পক্ষ থেকে শিপ্রা গুণ বলেন, দলের তরফে একজন যোগ্য ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে, তাই আমরা প্রচারের ক্ষেত্রে কোন খামতি রাখতে চাই না। বিখ্যাত গায়ক এবং কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় পশ্চিমবঙ্গে দাপটের সঙ্গে রাজনীতি করে যাচ্ছেন। তার উপস্থিতিতে মনোনয়ন দাখিল করার পাশাপাশি প্রচার শুরু করার মানে হচ্ছে আমরা প্রথমেই অনেকটা এগিয়ে যাচ্ছি। বাবুল সুপ্রিয় এদিন জনসভায় অংশ নেবেন এবং দলের কর্মীদের উদ্বুদ্ধ করতে বক্তব্য রাখবেন। এবার বরাক উপত্যকার দুটো আসনের মধ্যে বিজেপিকে জয়ী করার জন্য অনেক আগে থেকে কর্মীরা কাজ করে যাচ্ছেন। করিমগঞ্জের প্রত্যেক বুথে আমরা প্রচারের ঝড় তুলেছি। প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে বিজেপির কাজের খতিয়ান তুলে ধরা হচ্ছে। সাধারণ মানুষ আজ বিজেপিকে ভোট দিতে চান, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাবুল সুপ্রিয়র মত একজন ব্যক্তিকে পেয়ে আমরা অত্যন্ত উৎসাহিত।
Comments are closed.