লক্ষ্মীপুর মহকুমার মারকুলিনে যুবক খুন, ক্ষুব্ধ মার সংগঠন
লক্ষ্মীপুর মহকুমার ফুলেরতল মারকুলিন এলাকায় এক মার যুবককে খুনের ঘটনায় তীব্র ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছে মার স্টুডেন্টস এসোসিয়েশন।
শনিবার ২৩শে মার্চ, শনিবার মারকুলিনে গোল্ডেন মার নামে এক যুবককে রাতের বেলা বাড়ি থেকে ডেকে নিয়ে অজ্ঞাত বন্দুকধারীরা মাথায় গুরুতর ভাবে আঘাত করে খুন করে।
এই ঘটনায় এসোসিয়েশন দুঃখ ব্যক্ত করে এক পত্র মারফত জানায়, “জুবিলি লুংতাউকে অজানা বন্দুকধারীরা বাড়ি থেকে ডেকে নিয়ে অকথ্য নির্যাতন করে ঠান্ডা মাথায় খুন করে। এই নৃশংস হত্যাকাণ্ডে আমরা খুবই শোকাহত হয়েছি এবং এই ধরনের কান্ড কারখানা কোনোভাবেই মেনে নিতে পারছি না।’
সংগঠনটি সংশ্লিষ্ট সকলকে এই নৃশংস হত্যাকাণ্ড সম্বন্ধে আগামী ২৬ মার্চের মধ্যে সব তথ্য তুলে ধরতে আহ্বান করেছে অন্যথায় মার স্টুডেন্ট এসোসিয়েশন সংশ্লিষ্ট সকলকে সামাজিক বয়কট তথা যথোচিত ব্যবস্থা গ্রহণের হুমকি দিয়েছে। জেলা প্রশাসনকেও এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে হত্যাকারীকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ করা হয়।
পুলিশ অফিসার আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশ অনুযায়ী মৃতদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ মৃতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে, তদন্ত অব্যাহত রয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Comments are closed.