Also read in

শেষদিনে শিলচরে নাজিয়া-হিতব্রত সমেত আরো ১০ জন, করিমগঞ্জে কৃপাণাথসহ ১৬ জনের মনোনয়নপত্র পেশ

গতকাল রাজদীপ- সুস্মিতা-শ্যামদেও- দিলীপ এই চার জন মনোনয়নপত্র পেশ করেছিলেন। আজ মনোনয়নপত্র পেশের শেষ দিনে শিলচর লোকসভা কেন্দ্রে তৃণমূল, এনপিপি, নির্দলীয় নির্দলীয় মিলিয়ে আরো দশ জন পেশ করলেন তাদের মনোনয়নপত্র। আজকের পেশ করা মনোনয়ন প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, ন্যাশনাল পিপলস পার্টির নাজিয়া ইয়াসমিন মজুমদার এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিতব্রত রায়।

এছাড়াও যারা আজ শিলচর লোকসভা কেন্দ্রে প্রার্থীত্বের জন্য মনোনয়নপত্র পেশ করলেন তারা হলেন বদরুল ইসলাম বরভূইয়া (ফরওয়ার্ড ব্লক), শুভদীপ দত্ত (নির্দল), অসিতাভ দত্ত (নির্দল), পূরন লাল গোয়ালা (নির্দল), নজরুল হক লস্কর (নির্দল), আশুতোষ ভট্টাচার্য (নির্দল), মহেন্দ্র চন্দ্র দাস (নির্দল নির্দল)।

এদিকে করিমগঞ্জ তপশিলি উপজাতি সংরক্ষিত সংসদীয় কেন্দ্রে আজ বিজেপি দলের প্রার্থী কৃপানাথ মালা বিশাল মিছিল করে, সহজ অনুগামী সাথে নিয়ে মনোনয়ন পেশ করতে যান। ‘ভারত মাতা কি জয়’ ধ্বনিতে মুখরিত হয়ে করিমগঞ্জের রাস্তাঘাট। মনোনয়ন পেশে কৃপনাথের সঙ্গী ছিলেন প্রভারি মহেন্দ্র সিংহ, মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক কৃষ্ণ পাল প্রমুখ।

এদিকে, কৃপানাথ ছাড়া আরো ১৫ জন প্রার্থী করিমগঞ্জ সংসদীয় কেন্দ্রে আজ মনোনয়নপত্র পেশ করেছেন। কৃপা নাথ মালা ছাড়া আর যারা আজ করিমগঞ্জে মনোনয়নপত্র পেশ করেছেন, তাদের মধ্যে রয়েছেন অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের অজয় কুমার সরকার, এস ইউ সি আই’র প্রভাস চন্দ্র সরকার, হিন্দুস্তান নির্মাণ দলের নিখিল রঞ্জন দাস। তাছাড়া করিমগঞ্জে ১২ জন প্রার্থী নির্দলীয় হিসেবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্দলীয় প্রার্থীরা হলেন, বুলন শুক্ল বৈদ্য, পরীক্ষিত রায়, কেশব লাল দাস, রাজু দাস, হরিলাল রবিদাস, অনুপম সিংহ, পুলক মালাকার, সঞ্জয় রায়, উত্তম কুমার দাস, রাম নারায়ন শুক্লবৈদ্য, রবীন্দ্র চন্দ্র দাস ও সত্যজিৎ দাস।

এই বিশাল সংখ্যক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বিবেচিত হলে এবং তারা যদি তা প্রত্যাহার না করেন তবে প্রশাসন তথা নির্বাচন কর্মীর কপালে চিন্তার ভাঁজ পড়বে। কারণ একটা ইভিএম মেশিনে নোটা সমেত সর্বমোট ১৬ জন প্রার্থীর ভোট দেওয়ার ব্যবস্থা রয়েছে। তাই ১৫ জনের বেশি প্রার্থী হলে দুটো ইভিএম মেশিন প্রতিটি বুথে দিতে হবে নির্বাচন কর্মীদেরও কাজ বেড়ে যাবে।

এদিকে, সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, কংগ্রেস দলের মনোনীত প্রার্থী স্বরূপ দাসের তপশিলি জাতি সার্টিফিকেট নিয়ে ধোঁয়াশার মেঘ কেটে গিয়েছে। প্রশাসনিক তদন্তে সার্টিফিকেট বৈধ বলে জানা গেছে।

Comments are closed.