পাঁচ বছর পা মাড়াননি সাংসদ ! ক্ষুব্ধ গ্রামবাসীদের ভোট বয়কটের হুংকার হাইলাকান্দিতে
নির্বাচনী প্রচারাভিযানে এসে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বিগত পাঁচ বছরে একটি বারও গ্রামে পা মাড়াননি সাংসদ রাধেশ্যাম বিশ্বাস , উন্নয়ন তো দূরের কথা।। আর তাই সাংসদ, জনপ্রতিনিধির কাজে ক্ষোভ ব্যক্ত করে এবার ভোট বয়কটের ডাক দিলেন হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের রাজ্যেশ্বরপুর তৃতীয় খন্ডের সহস্রাধিক ভোটার নাগরিক। বুধবার গ্রামের জনগণ জমায়েত হয়ে প্রতিবাদী সভা আয়োজন করে ভোট বয়কটের হুংকার দেন।।
তাদের অভিযোগ, রাজ্যেশ্বরপুর তৃতীয় খন্ড এলাকার নাগরিকরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। অত্যাধুনিক তথ্যপ্রযুক্তির যুগে ওই গ্রামে আজও উন্নয়নের ছোঁয়া লাগে নি। এদিনের প্রতিবাদী সভায় অন্যান্যদের মধ্যে বিডিএসএফের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আহাদ লস্কর,আতাব উদ্দিন,নাজিম উদ্দিন, আফজল হোসেন,সফিক উদ্দিন সাদিয়ল,ডালিম হোসেন, নাজিম উদ্দিন,হোসেন আহমেদ,কমরুল ইসলাম,আফজল হোসেন,কমরুল হোসেন, জবরুল ইসলাম প্রমুখ অভিযোগ করে বলেন, বিগত লোকসভা নির্বাচনের সময় সাংসদ রাধ্যেশ্যাম বিশ্বাস এ আই ইউ ডি এফ দলের, নেতা, কর্মী,সমর্থক সহ জমিয়ত নেতাদের নিয়ে নির্বাচনী প্রচারে এসে রাজ্যেরশ্বরপুর তৃতীয় খণ্ডের উত্তরাংশের রাস্তাঘাট সহ বিভিন্ন সমস্যার সমাধানের আশ্বাস দেন । কিন্ত বিগত পাঁচ বছরে সাংসদ কোন প্রতিশ্রুতি পালন করেন নি। । এমনকি বিগত পাঁচ বছরে একটি বারও ওই গ্রামে পা মাড়ান নি।। যার ফলে চন্দ্রপুর জিপির ১০১ মিরিরগুল এলপি স্কুলের ভোট গ্রহণ কেন্দ্রের ভোটার জনতা ক্ষুব্ধ।।।
তাদের আরও অভিযোগ, রাজনৈতিক দলের নেতাদের চরম উদাসীনতায় এক বিচ্ছিন্ন দ্বীপে বসবাস করছেন বৃহত্তর রাজ্যেশ্বরপুর তৃতীয় খন্ডের সহস্রাধিক ভোটার জনতা।। ১০৮ মৃত্যুঞ্জয় এম্বুলেন্স পর্যন্ত গ্রামে পৌছায় না।। গ্রামের ছেলেমেয়েরা যোগাযোগ সমস্যায় উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।। প্রতিবছর বর্ষার মরশুমে কাঁদা জলে একাকার হয়ে পড়ে রাস্তাঘাট। জীবনের ঝুকি নিয়ে স্কুল কলেজে আসা যাওয়া করে ছাত্র ছাত্রীরা। । বর্ষার মরশুমে সামান্য বৃষ্টিতেই রৌয়ার খালে জলস্ফীতি দেখা দেয়। বৃষ্টির জমা জলে কৃত্রিম বন্যার শিকার হন এলাকার জনগণ।
ঘন জনবসতিপূর্ণ সংখ্যালঘু অধ্যুষিত ওই এলাকার জনসাধারণ বিশুদ্ধ পানীয় জল থেকেও বঞ্চিত।৷ বিদ্যুৎ সমস্যায় নাকাল গ্রামের জনগণ।। নানা সমস্যায় জর্জরিত ওই এলাকার নাগরিকরা জনপ্রতিনিধিদের উপর আস্থা হারিয়ে এবার প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছেন। বরাক ডেমোক্রেটিক স্টুডেন্টস ফ্রন্ট বিডিএসএফের নেতৃত্বে গ্রামের জনতা সমস্যার সমাধানে বিগত ক’মাস ধরে ধারাবাহিকভাবে প্রতিবাদী কর্মসূচি, মিছিল,স্মারকপত্র প্রদান করে আসছেন। কিন্ত সমস্যার কোন সমাধান হয় নি।। তাই এই এলাকার জনগণ এবার এভাবে ক্ষোভ প্রকাশ করছেন।।
Comments are closed.