বকেয়া বেতনের দাবিতে হাইলাকান্দি শিক্ষা ব্লকে তালা ঝুলালেন ক্ষুব্ধ শিক্ষকরা
বকেয়া বেতনের দাবিতে বুধবার হাইলাকান্দি শিক্ষা ব্লক কার্যালয়ে তালা ঝুলালেন ক্ষুব্ধ শিক্ষকরা। বুধবার দুপুরে বেতন বঞ্চিত প্রতিবাদী শিক্ষকদের আন্দোলনে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে হাইলাকান্দির এডুকেশন কমপ্লেক্স । উত্তেজিত শিক্ষকরা তাদের বেতন এবং বকেয়া আদায়ের দাবিতে স্লোগান দিয়ে
পরিবেশ উত্তপ্ত করে তুলেন।
তাদের অভিযোগ, হাইলাকান্দি শিক্ষা ব্লকের অধীনে কর্মরত
১০২০ জন শিক্ষকের এক মাসের বেতন সহ বিগত নয়মাসের বকেয়া দেওয়া হচ্ছে না । যার ফলে এই প্রতিবাদী আন্দোলন।। হাইলাকান্দি জেলা প্রাথমিক শিক্ষক সম্মেলনীর সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ লস্কর এদিন অভিযোগ করে বলেন, শিক্ষকদের এই সমস্যা সমাধানের জন্য তারা একাধিকবার হাইলাকান্দির খণ্ড প্ৰাথমিক শিক্ষাধিকারিক রাজেশ চক্রবর্তীর সঙ্গে দেখা করে স্মারকপত্র দিয়েছেন। বিষয়টি হাইলাকান্দির বিদ্যালয় সমূহের উপপরিদর্শক ইকবাল হোসেন বড়ভুইয়ার নজরেও আনা হয়। কিন্তু কিছুতেই সমস্যার সমাধান হয়নি । তাই তারা বাধ্য হয়ে এদিন হাইলাকান্দির শিক্ষা ব্লক কার্যালয়ে তালা ঝুলিয়েছেন ।
আন্দোলনকারী শিক্ষকরা আরও অভিযোগ করে বলেন, তারা তাদের বেতন এবং বকেয়া না পাওয়ার জন্য বিশেষ সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন।
Comments are closed.