জেলা শাসক এস বিশ্বনাথন প্রতিটি ঘর থেকে আবর্জনা সংগ্রহের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন
নিউ শিলচর পৌর এলাকার বাসিন্দাদের জন্য শুভ সংবাদ …কাছাড় জেলার ডেপুটি কমিশনার এস বিশ্বনাথন, আই,এ,এস প্রতিটি ঘর থেকে আবর্জনা সংগ্রহের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করবেন যার ফলে নিউ শিলচর এলাকার বাসিন্দারা এই প্রকল্পের আওতায় আসবেন।
১০ মে, ২০১৭ তারিখে ডেপুটি কমিশনার দ্বিতীয় পর্যায় সক্রিয় করবেন। ডিডিএমএ (জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ), এসএমবি (শিলচর পৌরসভা ) এবং সোসাইটি অফ প্যাথোলজির সদস্যরা বিশ্বনাথনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
এই উদ্যোগ শহরের পরিচ্ছন্নতা কতোটুকু বাড়ায় তা দেখার বিষয় ।
Comments are closed.