সুপ্রভাত, আজ শুক্রবার, ১৪ই চৈত্র ,১৪২৫ বঙ্গাব্দ ; ২৯শে মার্চ, ২০১৯ খ্রিস্টাব্দ ।
জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
বিজেপি সভাপতি অমিত শাহের অসম সফর নিয়ে মুখ্য শিরোনাম করেছে সাময়িক প্রসঙ্গ এবং দৈনিক প্রান্তজ্যোতি।
বিজেপি সভাপতির বক্তব্য নিয়ে প্রান্তজ্যোতির আট কলাম জোড়া শিরোনাম,
রাজ্যের ১৪টি আসন পাবে বিজেপি জোট: অমিত।। ‘পুত্রকে জেতাতে আজমলের সঙ্গে আঁতাত তরুণ গগৈর’
সাথে বক্স করে আছে,
মোদি-রাহুল আজমলের বরাক সফর ঘিরে দলীয় নেতা কর্মীদের মধ্যে উচ্ছ্বাস
সাময়িক প্রসঙ্গের লিড নিউজ,
ফের ক্ষমতায় এলে অসমীয়া সংরক্ষণের আশ্বাস অমিতের।। মধ্য ও উজান অসমে নাগরিকত্ব বিল নিয়ে নীরব থাকলেন বিজেপি সভাপতি
প্রধান মন্ত্রীর লক্ষ্নৌ সফরে প্রদত্ত বক্তব্য এবং শত্রুঘ্ন সিনহার কংগ্রেসে যোগদানের সম্ভাবনায় রাহুল গান্ধীকে নিয়ে যুগশঙ্খের আট কলাম জোড়া শিরোনাম,
অন্তরীক্ষে সার্জিক্যাল স্ট্রাইক বনাম মুদ্রাকরণ- এবার লড়াই দমদার বিজেপির সঙ্গে দাগদার বিরোধীর: মোদি।। নোট বন্দির টাকা ফেরাবে ন্যায় : রাহুল – শত্রুর শত্রুই মিত্র
সাথে আছে,
সমীক্ষায় ইঙ্গিত- বালাকোট হামলায় লাভবান হবে বিজেপি
সাময়িকের খবর,
রাহুলের সঙ্গে বৈঠক, শীঘ্রই হাতে হাত রাখবেন শত্রুঘ্ন
নির্বাচন নিয়ে সাময়িকের কয়েকটি টুকরো খবর,
- আজ বরাক সফরে আজমল
- দল চাইলে ভোটে লড়তে প্রস্তুত, বললেন প্রিয়াঙ্কা
- কাল শিলচরে আসছেন রঞ্জিত
- অজ্ঞাত পরিচয় উৎস থেকেও টাকা পেতে পারে রাজনৈতিক দল: কমিশন
সাময়িকের অন্য খবর,
- এনআরসিতে না উঠলেও ট্রাইব্যুনালে বিদেশি, রায় সংরক্ষিত রাখল সুপ্রিম
- ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও হলেন নির্বাচনী অফিসের বড়বাবু অতসী, এই খবর আজ সবগুলো স্থানীয় পত্রিকায় ছবিসহ প্রকাশিত হয়েছে।
সাময়িক প্রসঙ্গ লিখেছে,
- গুয়াহাটি থেকে এসে অভিযান পুলিশের দুর্নীতি নিবারণ শাখার- ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও নির্বাচন কার্যালয়ের মহিলা বড়বাবু :: ব্যাগে মিলল ৩ লক্ষ, জালে ফাঁসতে পারেন আরও কিছু কর্মী
- প্রান্তজ্যোতি অ্যাংকর প্রতিবেদনে বিতর্কিত সাংসদ তহবিলের টাকা নিয়ে সুস্মিতা দেবের স্পষ্টীকরন প্রসঙ্গে জানিয়েছে,
- সাংসদ তহবিলের কোন টাকাই ফিরে যায়নি, হোম ওয়ার্ক করুন মহেন্দ্র : সুস্মিতা।। ‘মডেল ভিলেজ’ মোদির ভাওতাবাজি
প্রথম পাতায় প্রান্তজ্যোতির আরও কয়েকটি খবর,
- ঢাকায় বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ঝলসে মৃত ১৯
- পুনে থেকে ধৃত দুই বাঙালি আইএস জঙ্গি
- আমেরিকায় ‘মাসুদ আজহার’ প্রস্তাবে ফুঁসে উঠল চীন
- সিএবির বিরোধিতা করে যাবে এআইইউডিএফ: আমিনুল
ভেতরের পাতায় সাময়িকের কয়েকটি খবর,
- অগ্নিদগ্ধ হয়ে অকালে চলে গেলেন বাচিক শিল্পী মিহিরেশ
- নাপাত্তা ইটখলার ওষুধ ব্যবসায়ী
- ভোটের মরশুমে ভুয়ো খবর রুখতে ব্যাপক তৎপর ফেসবুক কর্তৃপক্ষ
তিনের পাতায় যুগশঙ্খ জানাচ্ছে,
- ঢাকা-কলকাতা: ৭০ বছর পর ফের ভারত-বাংলাদেশ জাহাজ পরিষেবা শুরু হচ্ছে আজ
- কাছাড়: ডিআরডিএ’র অ্যাকাউন্টেন্ট এর বিরুদ্ধে তদন্তে পিএনআরডি
সম্পাদকীয়তে প্রান্তজ্যোতির শিরোনাম,
পূর্ণতা পেল লোকপাল বিল
সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয় ,
দেশে প্রযুক্তির বিকাশ এবং চরম দারিদ্র্য পাশাপাশি
দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,
কোন মোহে ছন্নছাড়া বিরোধী মহাজোট!
এবং
সামাজিক মাধ্যমের ব্যবহার ও মানসিক সমস্যা
খেলার পাতায় আইপিএলের খবরে প্রান্তজ্যোতি লিখেছে,
ঘরের মাঠে জিততে পারল না আরসিবি- বেশি রান তাড়ায় অরুচি গেইলের
আজকের খেলা নিয়ে সাময়িকের শিরোনাম,
আজ জয়ের খোঁজে সানরাইজার্স- রয়ালস
হাইলাকান্দিতে অনুষ্ঠিত পিকে সেনগুপ্ত মেমোরিয়াল অল ইন্ডিয়া নক আউট টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের খবরে যুগশঙ্খ জানাচ্ছে,
পিকে সেনগুপ্ত টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন সঞ্জয় একাদশ
আজলান শাহ হকির খবরে যুগশঙ্খ লিখেছে,
নিয়ম রক্ষার ম্যাচ- আজলান শাহে আজ পোলান্ডের মুখোমুখি ভারত
মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।
আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।
Comments are closed.