ইভ -টিজিংয়ের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার আরশাদ আলি
উত্তর কৃষ্ণপুরের আউলিয়া টিলার বাসিন্দা তাজ উদ্দিন লস্করের ছেলে আরশাদ আলি লস্করকে পুলিশ আজ দুপুরে গ্রেফতার করেছে। একজন মহিলা আইনজীবীর অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। দু-তিন মাস ধরেই আরশাদ আলি ঐ মহিলাকে ফোনে নানাভাবে বিরক্ত করছিল বলে অভিযোগে প্রকাশ। ব্যক্তিটি কোনও সময় ‘মিস কল’ আর কোনও সময় বিরক্তিকর শব্দ প্রয়োগ করে তাকে টিজিং করছিল। এই অবস্থায় টেলিফোনে ক্রমাগত টিজিংয়ে বিব্রত হয়ে ওই মহিলা গত ১১ মার্চ সদর থানায় প্রাথমিক এজার দায়ের করে ঐ ব্যক্তিকে অভিযুক্ত করেন।
এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত করে আজ আরশাদ আলিকে গ্রেফতার করে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে আইনজীবী মহিলা থানায় এসে আরশাদ আলিকে প্রথমে চিনতে পারেননি। পরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা গেল, আরশাদ বড় মসজিদের পাশে অবস্থিত মডার্ন সু হাউসের একজন কর্মচারী।
জানা যায়, শিলচর বার অ্যাসোসিয়েশনের সদস্যা এই মহিলা আইনজীবী কিছুদিন আগে মডার্ন সু হাউসের মালিকের আত্মীয়ের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা লড়েছিলেন। তারপর থেকেই আরশাদ আলি তাকে বিব্রত করছে। তার ধারণা অনুযায়ী, প্রতিশোধ নিতে মডার্ন সু হাউসের মালিক তাকে বিব্রত করার জন্য ইচ্ছাকৃতভাবে আরশাদকে তার পেছনে লাগিয়েছে। এই অবস্থায় পুলিশের কাছে তিনি বিষয়টি ভালভাবে খতিয়ে দেখে তদন্তক্রমে দোষী ব্যক্তির শাস্তি প্রদানের জন্য আবেদন জানান।
পুলিশ জানিয়েছে যে, তারা ঘটনাটির তদন্ত করছে। প্রয়োজন হলে জিজ্ঞাসাবাদের জন্য সু হাউসের মালিককে ডেকে পাঠানো হবে।
এদিকে আইনজীবী মহিলা অন্য মেয়েদের উদ্দেশ্যে বলেন, যদি কোন মহিলা কোন ভাবে হয়রানির শিকার হন,তাহলে তার উচিত সাহস করে পুলিশের কাছে নালিশ জানানো, যাতে দোষীদের শাস্তি হয় এবং এ ধরনের অমানবিক ঘটনার পুনরাবৃত্তি না হয়।
Comments are closed.