Also read in

স্বাধীনতা দিবস :  বন্যা-দুর্যোগের  মধ্য দিয়ে উদযাপন

প্রথমেই, সকল বরাকবাসীকে  স্বাধীনতা দিবসের অভিনন্দন ।

আসামের জনগণই   এমন  কাজ করতে পারে। ১১৮৫ নস্কর এলপি স্কুল এবং প্রাঙ্গন বন্যায় প্লাবিত তা সত্বে ও স্কুলের  ছাত্র  ও শিক্ষকরা স্বাধীনতা দিবস উদযাপন করার জন্য একটি প্রচেষ্টা গ্রহণ করে। তাদের কয়েকজন এই  প্রাইমারি স্কুলে  জাতীয় পতাকা উত্তোলন করার জন্য জড়ো হয় এবং প্রায় কোমর জলে দাঁড়িয়ে পতাকা উত্তলন করে ।

ধুবরি  জেলার শিক্ষা প্রতিষ্ঠানটি দেশাত্ববোধে আমাদের বিশ্বাসকে শক্তিশালী করেছে এবং আমরা তাদের হৃদয়গ্রাহী প্রচেষ্টার জন্য  অভিবাদন করছি।

আজ, আমরা আমাদের স্বাধীনতা উদযাপন করছি ,  নীচের মন্তব্য বাক্সে আপনার দেশের সম্পর্কে আপনার আবেগ শেয়ার করুন।

 

Comments are closed.