Also read in

অঢেল প্রতিশ্রুতি কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে

লোকসভা নির্বাচনের আগে দলীয় ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী জানিয়েছেন, দেশজুড়ে আলোচনার পরে তৈরি হয়েছে এই ইস্তাহার, যার শিরোনাম ‘হাম নিভায়েঙ্গে’। ইস্তাহারে প্রদত্ত প্রতিশ্রুতি গুলো এরকম

১. সব গরিব পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি বছর ৭২০০০ টাকা দেওয়া হবে। এই প্রকল্পের অধীনে ভারতের দরিদ্রতম বা ৫ কোটি দরিদ্র পরিবার কুড়ি শতাংশ প্রতি মাসে ন্যূনতম আয় হিসেবে ৬ হাজার টাকা করে পাবে। এই প্রকল্পে প্রতিবছর ৩.৬ লাখ টাকা খরচ হতে পারে।

২. ইস্তাহার অনুযায়ী কেন্দ্র সরকারের শূণ্য থাকা ২২ লাখ চাকরি ২০২০ এর মার্চ এর মধ্যে দেওয়া হবে।

৩. গ্রামীণ পঞ্চায়েত গুলিতে দশ লক্ষেরও বেশি চাকরি প্রদান করা হবে।

৪. কোন নতুন ব্যবসা শুরু করলে দেশের যুব সম্প্রদায়কে তিন বছর পর্যন্ত সুদ মুক্ত ঋণ প্রদান করা হবে।

৫. দেশের জিডিপি’র ৬ শতাংশ টাকা সবার জন্য শিক্ষার ক্ষেত্রে খরচ করা হবে।

৬. চিকিৎসার ক্ষেত্রে তাদের ফোকাস সরকারি স্বাস্থ্য বীমাতে থাকবে, যা দরিদ্রদের জন্য “উচ্চমানের” স্বাস্থ্যসেবা প্রদান করতে সাহায্য করবে।

৭. কংগ্রেস তাদের জিডিএস ২.০ পুনর্নির্ধারণের সঙ্গে জিএসটি আইন পর্যালোচনা ও প্রতিস্থাপন করার প্রতিশ্রুতি দেয়।

৮. কংগ্রেসের ইস্তাহারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রাইভেসির ওপর একটি আইন পাশ করা এবং আধার আইনের অধীনে মূল পারপাসগুলোর ক্ষেত্রে আধার ব্যবহারকে সীমিত করা। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ অনুচ্ছেদ টি বাদ দেয়ার এবং নাগরিক অপরাধে মানহানি প্রদানের পরিকল্পনা করা হয়েছে।

৯. কংগ্রেস ১৭ তম লোকসভায় মহিলা রিজার্ভেশন বিল প্রথম অধিবেশনে পাশ করার প্রতিশ্রুতি দিয়েছে, যা লোকসভা ও রাজ্যসভায় এক্ষেত্রে ৩৩% আসন সংরক্ষণে সাহায্য করবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের সব পদে মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত করারও পরিকল্পনা রয়েছে।

১০. কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার করে বলা হয়েছে যে সেনাবাহিনীর সঙ্গে পরামর্শ না করে সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন, ১৯৫৪ এর কোন পরিবর্তন করা হবে না।

১১. ইস্তাহারে কংগ্রেস দল তাদের আর্থিক ক্ষতির বাইরে কৃষকদের রাখতে প্রতিশ্রুতি দিয়েছে। বলা হয়েছে, ক্ষমতায় এলে একটি পৃথক ‘কিষাণ বাজেট’ উপস্থাপন করা হবে। বিজেপি সরকারের ফসল বীমা যোজনা অথবা ফসল বীমা স্কিমের পুনরায় ডিজাইন করার পরিকল্পনা রয়েছে।

১২. ইস্তাহারে কংগ্রেস উল্লেখ করেছে যে এসসি, এসটি, মহিলা ও সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে অত্যাচার প্রতিরোধ করা হবে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নয়াদিল্লিতে কংগ্রেসের এই ইস্তাহার প্রকাশে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধী, মনমোহন সিং, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের অন্যান্য কেন্দ্রীয় নেতারাও।

এদিকে,”কংগ্রেসের ইস্তাহার মারাত্মক। কয়েকটি প্রতিশ্রুতি কোনওদিনও বাস্তবায়িত করা যাবে না।” এই ভাষাতেই কংগ্রেসের প্রকাশিত ইস্তাহারকে তুলোধোনা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তাঁর দাবি, এই ইস্তাহার দেশকে বিভাজিত করার এজেন্ডা।

Comments are closed.