Also read in

নির্বাচন উপলক্ষে ড্রাইডে, বরাক উপত্যকায় ১৬ থেকে ১৮ এপ্রিল মদ বিক্রয়- বন্টন নিষিদ্ধ

আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে তিন পর্যায়ে বিভিন্ন জেলায় ড্রাইভে ঘোষণা করল রাজ্য সরকার। ওই দিন গুলোতে মদ নিয়ে যাওয়া এবং মদ বিক্রি তথা বিতরণ পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বরাক উপত্যকায় নির্বাচন হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। এই উপলক্ষে শিলচর, করিমগঞ্জ, স্বশাসিত জেলা পরিষদ, মঙ্গলদৈ নওগাঁও প্রভৃতি নির্বাচনী এলাকায় ১৬ এপ্রিল বিকেল পাঁচটা থেকে ১৮ এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত এই বিধিনিষেধ বহাল থাকবে। অর্থাৎ নির্বাচনী প্রচার শেষ হওয়ার সাথে সাথে এই বিধি নিষেধ শুরু হবে এবং নির্বাচন চলাকালীন সময় পর্যন্ত বহাল থাকবে।

সকল বন্ডেড ওয়্যার হাউজ, খুচরা বিক্রয় কেন্দ্র, ক্লাব, হোটেল, বার এবং দেশীয় মদের দোকানে ড্রাই-ডে পালন করতে হবে। এই নির্দেশের কোন অন্যথা হলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ২০১৬ সালের আসাম এক্সাইজ রুলস এর ৩২৬ (এ) ধারা এবং ১৯৫১ সালের রিপ্রেজেন্টেশনস অব দ্য পিপলস অ্যাক্টের ১৩৫ সি অনুযায়ী এই নির্দেশ জারি করা হয়।

প্রথম পর্যায়ের নির্বাচনে ৯ এপ্রিল বিকেল ৫ টা থেকে ১১ এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত ড্রাই ডে বিধি বলবৎ থাকবে।

একইভাবে তৃতীয় পর্যায়ের নির্বাচনে ও ৪৮ ঘন্টা নিষেধাজ্ঞা বহাল থাকবে। তাছাড়া ভোট গণনার দিন অর্থাৎ ২৩শে মে তারিখেও এই বিধিনিষেধ জারি থাকবে।

Comments are closed.