Also read in

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বরাক সফর ৯ এপ্রিল

আগামী ৯ এপ্রিল কংগ্রেসের পালে হাওয়া তুলতে সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী করিমগঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পাঁচ গ্রামে আসছেন।

সূত্র থেকে পাওয়া খবরে জানা যায়, পাঁচগ্রামের কোনও একটি স্থানে অনুষ্ঠিতব্য সমাবেশে রাহুল গান্ধী বরাকবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সমাবেশের স্থান হিসেবে পাঁচগ্রামকে বেছে নেওয়ার পেছনে বিশেষ কারণ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি কংগ্রেসের একটি কৌশলগত মাস্টারস্ট্রোক। কারণ হিন্দুস্তান কাগজ কল বরাক উপত্যকায় এবারের নির্বাচনে একটি বড় ইস্যু। এই নির্বাচনে পাঁচগ্রাম কাগজ কল একটি বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। এখানে উল্লেখ করা যেতে পারে, এই কাগজ কলটি এই অঞ্চলের জনগণের রোজগারের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। ফলে কাগজ কলটি নিষ্ক্রিয় হয়ে যাওয়ায় অনেকের রোজগারের রাস্তা বন্ধ হয়ে গেছে এবং গত ২৪ মাস থেকে তারা তাদের বেতন থেকেও বঞ্চিত রয়েছেন।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, কংগ্রেস যদি নির্বাচনে জয়ী হয় তাহলে কাগজ কলকে পুনরুজ্জীবিত করে তোলা হবে এবং কর্মীদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে। এই ইস্যু ছাড়া বরাক উপত্যকার জনগণ নাগরিকত্ব সংশোধনী বিল,২০১৬ তেও চোখ রাখছেন। বরাক উপত্যকার জনগণ এই বিলের পক্ষে এবং উপত্যকাবাসী চান যত তাড়াতাড়ি সম্ভব এই বিল পাস হোক। অথচ রাহুল গান্ধী ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে এই বিল রোধ করতে কংগ্রেসের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চালানো হবে। এই বিলকে অসাংবিধানিক বলেও আখ্যায়িত করেছেন। এদিকে শিলচর নির্বাচন কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজদীপ রায় সুস্মিতা দেবকে নাগরিকত্ব সংশোধনী বিলে নিজের অবস্থান স্পষ্ট করতে বলেছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, পূর্বে রাহুল গান্ধীর বরাক সফরের দিন স্থির হয়েছিল ৩ এপ্রিল। পরে দলের পক্ষ থেকে জানানো হয় যে কংগ্রেস সভাপতির বরাক সফর পিছিয়ে দেওয়া হয়েছে।

বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে উপত্যকা বাসীর উদ্দেশ্যে রাহুল গান্ধীর বক্তব্য নতুন কোনও চমক সৃষ্টি করতে পারে কিনা সেটাই দেখার বিষয়। তাছাড়া হিন্দুস্তান পেপার মিলের কর্মীরা এবারের নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন। এই অবস্থায় রাজীব গান্ধীর সমাবেশ তাদের এই সিদ্ধান্তে কোন পরিবর্তন ঘটাতে পারে কিনা সেটাও দেখার বিষয়।

Comments are closed.