মহাসড়কের পাঁচ মাইল এলাকায় অটো-বাইক মুখোমুখি সংর্ঘষ, গুরুতর আহতাবস্থায় তিন
আজ সন্ধ্যা ৫-৪০ মিনিটে মহাসড়কের পাঁচ মাইল এলাকায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে এতে গুরুতরভাবে আহত হয়েছেন তিন অটো আরোহী, দুইজনের অবস্থা খুবই সঙ্কটজনক। আহতদের মধ্যে একজন বয়স্ক মহিলা ও রয়েছেন।
আশ্চর্যজনকভাবে বাইক আরোহীর তেমন কিছু হয় নি, যদিও নতুন কেনা বাইকটি প্রচন্ড ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইক চালক বড়ভূঁইয়া জানালেন, তিনি বড়খলা এলাকার বাসিন্দা ; শিলচর থেকে বড়খলা যাচ্ছিলেন। নতুন বাইকে এখনও নাম্বার প্লেট লাগানো হয়নি।
দুটো যানবাহনের প্রচন্ড গতিই এই মারাত্মক দুর্ঘটনার কারণ বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
এদিকে অটো আরোহী তিনজনই ফুলেরতল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। অটোচালক গা ঢাকা দিয়েছে, অটোর নাম্বার হচ্ছে AS 11 CC 5728 ।
সাথে সাথেই ১০৮ নম্বরে খবর দিলেও প্রায় চল্লিশ মিনিট পরে অ্যাম্বুলেন্স এসে আহতদের হাসপাতালে নিয়ে যায়।
এখানে উল্লেখ্য, মহাসড়কের এই এলাকায় খুব ঘন ঘন এই ধরনের দুর্ঘটনা সংঘটিত হচ্ছে।
Comments are closed.