সাইকেল আরোহীকে ট্র্যাক্টরের ধাক্কা ঘিরে হাইলাকান্দি সীমান্তে উত্তেজনা, দুই রাজ্যের প্রশাসনিক বৈঠকে নিস্পত্তি
হাইলাকান্দি জেলার মিজোরাম সীমান্তের ধলছড়া এলাকায় এক সাইকেল আরোহীকে ট্র্যাক্টরের ধাক্কা ঘিরে রবিবার সন্ধ্যারাতে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে দুই রাজ্যের সীমান্ত এলাকা।।
জানা গেছে, রবিবার বিকেলে ধলছড়ার মতিউর রহমান লস্করের সাইকেলের সঙ্গে মিজোরাম থেকে ধলছড়া অভিমূখে আসা এক ট্র্যাক্টরের ধাক্কা মারাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত ঘটে। ওই ট্র্যাক্টরে জনাকয়েক মিজো যুবক ছিল।মতিউর নামের সাইকেল আরোহীকে ধাক্কা মারার পর বচসায় জড়িয়ে পড়েন তারা।এনিয়ে তাদের মধ্যে হাতাহাতি হয়।।
এদিকে সেখান থেকে মিজো যুবকরা ফিরে গিয়ে ফাইসেন এলাকায় ধলছড়ার বাসিন্দা কয়েকজন যুবকের উপর হামলা চালায়। সেখানে থাকা বাঙালিদের মিজোরাম ছাড়ার ফতোয়া জারি করে। এনিয়ে দেখা দেয় উত্তেজনা।অবশেষে পরিস্থিতি সামাল দিতে লালা থানার সিআই অশোক কুমার ঘোষ,বিলাইপুর ফাঁড়ির ইনচার্জ বি গোস্বামি ছুটে যান মিজোরামের ফাইসেন।সেখানে মিজোরামের অতিরিক্ত পুলিশ সুপার,এসডিপিও,ম্যাজিস্ট্রেট ও লকেল এনজিও ও ধলছড়ার স্থানীয় জনগণকে নিয়ে এক ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।তারপর উভয় পক্ষের বৈঠকে আলোচনার মাধ্যমে এই বিবাদের নিস্পতি ঘটে বলে পুলিস সূত্রে জানানো হয়েছে।।
Comments are closed.