Also read in

"কংগ্রেসের জন্যই কাগজ কল বন্ধ হয়েছে, বিজেপি তা পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে": পরিমল শুক্লবৈদ্য

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল বৃহস্পতিবার বিজয় সংকল্প সমাবেশে শিলচর আসছেন, তিনি রামনগরের এই জনসভায় ভাষণ রাখবেন। অনুষ্ঠান শুরু হবে বিকেল দুটোয়।

রাজ্যের মৎস্য এবং আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য আজ এক সাংবাদিক সম্মেলনে বলেন, বিগত পাঁচ বছরে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে দেশ তীব্র গতিতে উন্নতির দিকে এগিয়ে চলেছে এবং জনগণ তাকে প্রধানমন্ত্রী হিসেবে আবার দেখতে চাইছেন।

শুক্লবৈদ্য বলেন, প্রধানমন্ত্রী শিলচর রামনগরের অনুষ্ঠানে যোগ দিতে অপরাহ্ন তিনটায় পৌছবেন বলে আশা করা যাচ্ছে। তিনি বিভিন্ন বিষয় নিয়ে তার বক্তব্য রাখবেন এবং দেশের প্রগতির জন্য ভবিষ্যৎ পরিকল্পনা ও তুলে ধরবেন।

বন্ধ হয়ে যাওয়া কাগজ কল সম্বন্ধে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুক্লবৈদ্য বলেন, কংগ্রেস দল সম্পূর্ণভাবে এই কাগজকলের দৈন্যদশার জন্য দায়ী। বিজেপি সরকার এই মিল দুটোকে বাঁচিয়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে। “আশা করা যাচ্ছে খুব শিগগিরই এর একটা সমাধান হবে”, বলেন তিনি। ইতিমধ্যে কর্মচারীদের জন্য ৯১ কোটি টাকা মঞ্জুর করা হয়েছিল কিন্তু আদালতে মামলা হওয়ায় টাকাটা দেওয়া যাচ্ছে না।

মন্ত্রী আরো জানান, সরকার শিলচর বিমানবন্দর সম্প্রসারণ করার পরিকল্পনা গ্রহণ করেছে এবং বরাক উপত্যকার সর্বোপরি বিকাশের জন্য উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপন করা মিনি সেক্রেটারিয়াটের কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী মোদী মঙ্গলদৈ থেকে শিলচর বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টার যোগে রামনগর পৌছবেন এবং অনুষ্ঠান শেষে আবার কুম্ভীরগ্রাম বিমানবন্দর হয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করবেন।

কাছাড় জেলা বিজেপি সভাপতি কৌশিক রাই বলেন, মঙ্গলবারে কংগ্রেস সভাপতির পাঁচগ্রামের সভা একটা ‘ফ্লপ-শো’ হয়েছে এবং এতে প্রমাণিত হয়েছে সাধারন জনগন কংগ্রেসকে চায়না। “রাহুল গান্ধী জানেন, কংগ্রেস ক্ষমতায় আসছে না এবং বিভিন্ন সমীক্ষায় প্রতিফলিত হয়েছে যে পদ্ম আবার প্রস্ফুটিত হতে চলেছে, ফলাফলে ও তা প্রতীয়মান হবে”, বলেন তিনি।

তিনি জানান তার দৃঢ় প্রত্যয় রয়েছে যে, সাধারণ জনগণ আন্তরিকভাবে তাদের ভালবাসা এবং আশীর্বাদ বিজেপির ওপর বর্ষিত করবেন এবং বিজেপি দল বরাক উপত্যকার দুটো লোকসভা আসনেই জয়ী হবে।

কাছাড় জেলা বিজেপি সভাপতি উদয় শংকর গোস্বামী সহ রূপম সাহা, প্রসেনজিৎ ভট্টাচার্য্য প্রমুখরা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

Comments are closed.