ভূমিধ্বসে শিলচর -গুয়াহাটি রেল সেবা ব্যাহত
আপনার যদি অতি সম্প্রতি ট্রেনে ভ্রমণ করার পরিকল্পনা থাকে তাহলে এই নিবন্ধটি প্রথম পড়ে নিন|
শনিবার ডিমাহাসাও এ ভূমিধ্বস এর ফলে গুয়াহাটি ও শিলচরের মধ্যে রেল পরিষেবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মফো থেকে দিহা পর্যন্ত বিস্তৃত রেল লাইনের একটি বড় অংশে ধ্বস নেমেছে। গুয়াহাটি ও শিলচরের মধ্যে চলাচলকারি সব ট্রেন বাতিল করা হয়েছে।
অন্যদিকে, যাত্রীরা বিভিন্ন স্থানে আটকা পড়েছেন । কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
Comments are closed.