রথযাত্রা উপলক্ষে শিলচরে আনন্দ!
বরাক উপত্যকায় লোকজন বেশ খুশীর মেজাজে রয়েছেন । কেন না, রথযাত্রার অনেক প্রতীক্ষিত এই উৎসব শুরু হয়েছে।
রথ যাত্রা এবং এই উত্সব সম্বন্ধে বলা যায় জগন্নাথ (বিষ্ণুর অবতার) বলভদ্র (তার ভাই) ও সুভদ্রা (তার বোন ) এই রথের উপর থাকেন।
প্রতি বছর এই উৎসবটি লক্ষ লক্ষ হিন্দু ভক্তদের আকর্ষণ করে যারা এতে সামিল হন । শুধু হিন্দু নয়, সব সম্প্রদায়ই এই উত্সবে একত্রিত হয়।
শ্রীকোনাতে একটি বিশাল মিছিল ঢাকা দক্ষিণের মহাপ্রভুকে নিয়ে পরিক্রমা করে।
Comments are closed.