Also read in

*প্রচারের শেষ দিনে পদযাত্রা সুস্মিতার, শিলচরের জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি*

নির্বাচনী প্রচারাভিযানের শেষ দিনে শিলচর লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী সুস্মিতা দেব মঙ্গলবার শিলচর ইন্ডিয়া ক্লাব থেকে শিববাড়ি রোড পর্যন্ত পায়ে হেঁটে নির্বাচনী প্রচার চালান। পরে তিনি তারাপুর জিপিতে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

সুস্মিতা দেব বক্তব্য রাখতে গিয়ে শিববাড়ি বাঁধের দুরবস্থার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বাঁধের কাজ শেষবারের মতো হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী তথা শিলচরের সাংসদ সন্তোষ মোহন দেবের মেয়াদ কালে। এরপর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বাঁধের আর কোনো কাজ হয়নি।

তিনি হিমন্ত বিশ্ব শর্মাকে এক হাত নিয়ে বলেন, বিশ্ব শর্মা নিজে বলেছেন যে তাঁর ধুতি এবং লুঙ্গির ভোটের দরকার নেই। তাহলে বলা যায়, বিজেপির বাঙালির ভোটের প্রয়োজন নেই, শুধু খিলঞ্জিয়াদের ভোট পেলেই চলবে। তার এই বক্তব্যে বিজেপির মানসিকতা পুরোপুরি বোঝা যাচ্ছে এবং তারা দুমুখো রাজনীতি করছে। ধুতি হিন্দুদের এবং লুঙ্গি মুসলিম বাঙালিদের ইঙ্গিত করছে। স্পষ্টতই বোঝা যাচ্ছে, বিজেপি নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে কেন ইউ টার্ন নিয়েছে এবং অগপর সঙ্গে জোটে লিপ্ত হয়েছে, যেখানে অগপ বাঙালি বিদ্বেষী।

তিনি আরও উল্লেখ করেন, কংগ্রেস সরকারের আমলে ভাষা শহিদ দিবসে এবং বীর টিকেন্দ্রজিত শহিদ দিবসে শ্রদ্ধাঞ্জলি অর্পণের সঙ্গে সঙ্গে ছুটির দিন পালন করা হতো। বিজেপি সরকার গঠনের পর এই দুটি ছুটির দিন বাদ দেওয়া হয়েছে। তাতেই বোঝা যাচ্ছে আসাম সরকার বরাক উপত্যকাকে কতটা গুরুত্ব দিচ্ছে।

সর্ব ভারতীয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর রোড শো’তে বিপুল সংখ্যক জনগণ অংশগ্রহণ করায় তিনি শিলচরবাসীকে ধন্যবাদ জানান।

তিনি কাছাড়ের জনগণকে প্রতিশ্রুতি দিয়ে বলেন, এই অঞ্চলের জনগণের যখনই তাকে প্রয়োজন পড়বে তিনি তাদের পাশে দাঁড়াবেন। এটা তার নির্বাচনী এলাকা এবং এই অঞ্চলের উন্নয়ন তথা জনগণের সমস্যাগুলোর প্রতি যত্ন নেওয়ার দায়িত্ব অবশ্যই তার নিজের।

Comments are closed.

error: Content is protected !!