ভোট ১৮ই এপ্রিল, লক্ষ্মীপুর ও কাটিগড়ার নির্বাচন কর্মীরা পৌঁছে গেলেন আজ
দেশের দ্বিতীয় পর্যায়ের ভোটগ্রহণে বরাক উপত্যকার দুটি সংসদীয় আসন শিলচর এবং করিমগঞ্জ সংরক্ষিত কেন্দ্রেও ভোট প্রদান করা হবে আগামী ১৮ই এপ্রিল। আজ শিলচর সংসদীয় কেন্দ্রের লক্ষ্মীপুর এবং কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বুথগুলোতে নির্বাচন কর্মীরা ইতিমধ্যে পৌঁছে গেলেন; নেট্রিপ থেকে ইভিএম মেশিন, ভিভিপ্যাট নিয়ে গন্তব্য স্থলের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার প্রস্তুতি শুরু হয় সাত সকালে। শিলচর লোকসভা আসনে থাকা সাত বিধানসভা কেন্দ্রের মধ্যে দুইটি বিধানসভা অপেক্ষাকৃত দূরবর্তী স্থানে থাকায় ঐ কেন্দ্রগুলোর ভোটকর্মীরা রওয়ানা দেন আজ। লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের ১৯২ এবং কাটিগড়া বিধানসভার কেন্দ্রের ২১৮ টি ভোটগ্ৰহন কেন্দ্রের জন্য কর্মীদের ভোট কেন্দ্রে পাঠানো হয় আজ ।
সকাল থেকেই ভোটের প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে ন্যাট্রিপে ভিড় করতে থাকেন ভোটকর্মীরা। সকাল থেকে ভোটকর্মীরা নির্দিষ্ট স্থানের উদ্দেশ্যে রওয়ানা দিতেও শুরু করেন । দুপুরে প্রচণ্ড রোদে মাথায় করে ইভিএম মেশিন, ভিভিপ্যাট অন্যান্য সামগ্ৰী নিয়ে গাড়িতে উঠতে দেখা গেছে ভোটকর্মীদের । এদিন ইভিএম, ভিভিপ্যাট সহ অন্যান্য সামগ্ৰী প্রদানে কিছুটা বিলম্ব হয়েছে বলে অভিযোগ করেন কয়েকজন ভোটকর্মী । তবে, শৃঙ্খলা বজায় রেখে যেভাবে ইভিএম সহ যাবতীয় সমগ্ৰী প্রদান করা হয়েছে তার প্রশংসা করেন ভোটকর্মীরা । একজন ভোটকর্মী প্রতিবেদককে জানান ,আগেও কয়েকবার ভোট গ্ৰহনের দায়িত্ব পালন করেছেন তিনি, তবে এবারের মতো শৃঙ্খলা আগে কোনদিন তিনি দেখেন নি ।
উল্লেখ্য, বাকি পাঁচটি বিধানসভা কেন্দ্র অর্থাৎ শিলচর,ধলাই, সোনাই, উদারবন্দ ও বড়খলার নির্বাচন কর্মীরা আগামীকাল তাদের নির্বাচন কেন্দ্রগুলোতে পৌঁছাবেন।
Comments are closed.