Also read in

ইভিএম বিভ্রাট উত্তর করিমগঞ্জের অধিকাংশ কেন্দ্রে, ভোটার তালিকায় অসঙ্গতির কারণে ভোট বয়কট তেশুয়ায়

 

একে তো বৈশাখের প্রখর রৌদ্রের তাপের মধ্যে ঘন্টার পর ঘন্টা ভোটার লাইনে দাঁড়ানো,এর মধ্যে ইভিএম বিভ্রাট। স্থানে স্থানে উত্তেজনা, সীমান্তবর্তী এলাকার অধিকাংশ এলাকায় ভোটারদের হয়রান হতে হয় । দুই তিনটা বুথ সেন্টার থেকে অসুস্থ হয়ে মতদান প্রয়োগ না করে বাড়ি ফিরতে হয় অনেকের । তবু লোকসভা ভোট বলে কথা!

উত্তর করিমগঞ্জ সমষ্টির পাথু সুড়িগ্রাম জিপির অন্তর্গত তেশুয়ায় এল পি স্কুলের ৯৫ নং বুথে আবার ভোট বয়কট করেন স্থানীয়রা। সকাল থেকেই নিজেদের অধিকার সাব্যস্ত করতে লাইনে দাঁড়ালে ভোটার তালিকা হাতে নিয়ে চোখ কপালে উঠে এখানকার ভোটার দের । ভোটার তালিকায় অসঙ্গতি । বুথ নং ৯৫ এ তেশুয়া গ্রামের নামের পরিবর্তন করে হামিন্দপুর উলুকান্দি লেখা । ৭০ শতাংশ ভোটারদের নাম নেই ভোটার তালিকায় । আর বাকি ৩০ শতাংশের নাম থাকলেও তাতেও বিভিন্ন ভাবে অসঙ্গতি দেখা যায়। শেষে ভোট বয়কট করার চূড়ান্ত সিদ্ধান্ত নেন হাজারেরও বেশি সংখ্যায় স্থানীয় ভোটাররা।

এ খবর পেয়ে ছুটে আসেন জোনাল অফিয়ার দিব্যজ্যোতি দেব, সার্কেল অফিসার ডেকা। কিন্তু গ্রামবাসীরা অনড় থাকেন তাদের সিদ্ধান্তে । তাঁদের সোজা উত্তর, ভোটদান মৌলিক অধিকার, তাই কোনভাবে গণতন্ত্রকে হত্যা করা যাবে না । তিন মাস আগে এই কেন্দ্রেই সুষ্ঠু ভাবে পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন হয়।

গ্রামের যীশুতোষ দেব, জগদীশ দেব, সাহাব উদ্দিন, কিরেন্দ্র নাথ, কৃপেশ নাথ সহ অনেকে জেলা প্রশাসনকে দায়ী করে ভোটার তালিকা সংশোধন করে পুনরায় ভোট গ্রহণের দাবি তোলেন। এছাড়া অনেকে সরাসরি অভিযোগ তুলেন গ্রামের বুথ লেভেল অফিসারের( বিএলও) উপর । তাদের অভিযোগ, এখানকার ভোটার তালিকার ভুল ভ্রান্তি নিয়ে বারংবার প্রশাসন ও নির্বাচন কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে । কিন্তু এব্যাপরে তারা কোন পদক্ষেপ না নেওয়ার কারণে এই অসঙ্গতি ভোটার তালিকায় ।

অন্যদিকে সুতারকান্দি কুড়িখালা জিপির অন্তগত ৬৬ নং ডিমপুর কেন্দ্রে দুই বার ঘটে ইভিএম গোলযোগ । সকাল নয়টা এবং বেলা ১০.৩০ মিনিটে দুই বার ইভিএম বদল করলে ভোট প্রয়োগ না করে বাড়ি ফিরে যান প্রায় তিনশ’র বেশি ভোটার । বাকিরা দাবি তোলেন ফের তৃতীয় দফায় ভোট গ্রহণ করানোর জন্য । অসুস্থ হয়ে হাসপাতালের শরণাপন্ন হন দুই জন ভোটার । একসময় উত্তেজনা দেখা দিলে ছুটে আসনে জোনাল অফিসার দিব্যজোতি দেব, কিন্তু পরিস্থিতি কোন ভাবে নিয়ন্ত্রণে না আসলে ঘন্টা খানেক বাদে ছুটে আসেন সার্কেল অফিসার রাকেশ ডেকা । প্রত্যেক ব্যাক্তি যাতে ভোট প্রয়োগ করতে পারেন এবং মতদান শেষ না হলে রাত্র দশটা অবধি ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বলে মৌখিক প্রতিশ্রুতি দিলে বেলা একটা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব ।

এদিকে মাইজগ্রাম জিপির ৯৫ নং বুথের সিমলি এল পি স্কুলে দুই বার ইভিএম বিকল হওয়ার কারনে ৯.৩০ মিনিটে শুরু হয় ভোটদান । বর্শিলা-মালিজুরি এল পির ৭০ নং বুথে দুই বার গোলযোগ ধরার কারণে ১০ টায় শুরু হয় ভোটদান । ৫৮ নং বুথ সুতারকান্দি কুড়িখালা জিপির ২৮২ নং নিজ সুতারকান্দি এলপি তে প্রথম ৪০ ভোটদান করার পর সেখানে ও কিছুটা গোলযোগ দেখা দেয়। শেষে যান্ত্রিক গোলযোগ ঠিক করে দশটায় শুরু হয় ভোট গ্রহণ । ৭৪ নং বুথে কুজব এল পিতে ইভিএম বিভ্রাটের কারণে নয়টায় শুরু হয় ভোট গ্রহণ পর্ব।

Comments are closed.