Also read in

বরাকে কয়লা -সার সিণ্ডিকেট ! প্রমাণ দিতে বিধায়ক আনোয়ারকে চ্যালেঞ্জ মন্ত্রী পরিমলের

বরাক উপত্যকায় মুখ্যমন্ত্রীর কার্যালয়ের মদতে কয়লা সার সুপারি সিণ্ডিকেট চলছে বলে বিধায়ক আনোয়ার হোসেন লস্করের উত্থাপিত অভিযোগ খণ্ডন করে তা প্রমাণ করতে সরাসরি চ্যালেঞ্জ জানালেন রাজ্যের বন, পরিবেশ ও আবগারি বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ।
শনিবার মন্ত্রী শুক্লবৈদ্য হাইলাকান্দি সফরে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ চ্যালেঞ্জ জানান।

তিনি বলেন, বরাকে কয়লা সুপারি এবং সারের সিণ্ডিকেট চলার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। সম্প্রতি বিধায়ক আনোয়ার হোসেন লস্কর যে অভিযোগ তুলেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযোগ প্রমাণ করতে বিধায়ককে চ্যালেঞ্জ জানান বনমন্ত্রী । তিনি জানান, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই চালিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল । তাই বিধায়ক লস্কর প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রী কড়া পদক্ষেপ নেবেন । এদিন মন্ত্রী পরিমল, বিধায়ক আনোয়ার হুসেন লস্করের তীব্র সমালোচনা করে বলেন এই ব্যক্তির অতীত সম্পর্কে হাইলাকান্দির মানুষ অবগত আছেন । এই সরকার ক্ষমতায় আসার পর সিণ্ডিকেট বন্ধ হয়ে যাওয়ায় যাদের অবৈধ রোজগার বন্ধ হয়ে গেছে তারাই চিৎকার চেঁচামেচি করছে।

সাম্প্রতিক লোকসভা ভোটের ফলাফল প্রসঙ্গে বনমন্ত্রী বলেন, বরাক উপত্যকার দুটি আসনই জিতবে বিজেপি।। আর রাজ্যে বিজেপি গতবারের চাইতে অনেক ভালো ফলাফল করবে । মোদী সরকার বিপুল সংখ্যক আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরে আসছে বলে দাবি করেন তিনি ।

এদিন হাইলাকান্দিতে আবগারি বিভাগের কর্মীদের এক অনুষ্ঠানে যোগ দিয়ে এই বিভাগের কর্মীদের নৈতিকতার পূজারী হওয়ার আহ্বান জানান মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য । বলেন, আবগারি বিভাগের কর্মীরা মদ, গাঁজা নিয়ে কাজ করেন তাই এই বিভাগের কর্মীদের মানসিকভাবে শক্তিশালী হতে হবে। বর্তমান সোনোয়াল সরকার ক্ষমতায় আসার পর আবগারি দফতরের কাজকর্মে স্বচ্ছতা এসেছে বলে দাবি করেন মন্ত্রী।

Comments are closed.

error: Content is protected !!