কাগজকলে আরেক মৃত্যু, এবার আত্মহত্যা জাগীরোড কর্মীর
আবার মৃত্যু কাগজ কল কর্মীর, তবে এবার জাগীরোডে।জাগীরোড কাগজ কলের কর্মী বিশ্বজিৎ মজুমদারের ঝুলন্ত দেহ আজ উদ্ধার হল কাগজ কলের হোস্টেল থেকে।
আজ বিশ্বজিৎ মজুমদারোর ঝুলন্ত দেহ উদ্ধার হয় জাগীরোড পেপার মিল কমপ্লেক্সের ভিতরে হোস্টেলের ৬ নম্বর কোঠা থেকে। বিগত ২৮ মাস ধরে বেতন থেকে বঞ্চিত বিশ্বজিৎ মজুমদার হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তার সহকর্মীরা অনুমান করছেন।
পঞ্চান্ন বর্ষীয় মজুমদারের মূল বাড়ি কলকাতায়, চাকুরির দায়ে জাগীরোডে ছিলেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য প্রেরণ করে।
এখানে উল্লেখ্য, দুদিন আগেই পাঁচগ্রাম কাগজ কলের কর্মী পার্থ ধরের (৫৪) মৃত্যু হয়েছিল , তাৎক্ষণিক কারণ ছিল উচ্চ রক্তচাপ যদিও সহকর্মীরা মৃত্যুর কারণ হিসেবে আর্থিক দুর্দশা এবং দৈন্যতাকে দায়ী করছেন।
Comments are closed.