Also read in

আজ থেকে কিছু নতুন নিয়ম চালু হচ্ছে স্টেট ব্যাঙ্কে, গ্রাহকরা জেনে রাখুন

 

আজ থেকে কিছু নতুন নিয়ম চালু হচ্ছে দেশের সর্ববৃহৎ ব্যাঙ্কে। সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে সুদের হারে কিছুটা হেরফের হচ্ছে, গৃহ ঋণের সুদেও আসছে কিছু পরিবর্তন।

সেভিংস অ্যাকাউন্টের সুদের হার এবং স্বল্পমেয়াদি ঋণ কত হবে, এবার থেকে তা আরবিআইয়ের রেপো রেটের সঙ্গে তাল মিলিয়ে ঠিক করবে এসবিআই।

সেভিংস অ্যাকাউন্টে ১ লক্ষ টাকার কম থাকলে গ্রাহকদের সুদের হার হবে ৩.৫০ শতাংশ, এটা সবসময়ই একই থাকবে। সেভিংস অ্যাকাউন্টে এক লক্ষ টাকার কম থাকলে কিংবা এক লক্ষ টাকার কম ঋণ নিলে তা রেপো রেটের আওতায় পড়বে না। এক্ষেত্রে রেপো রেট বৃদ্ধি বা হ্রাসে সুদের হার ওঠানামা করবে না। তবে, এক লক্ষ টাকার উপরে থাকলে বর্তমান রেপো রেট অনুযায়ী সুদের হার হবে ৩.২৫ শতাংশ; যা রেপো রেট পরিবর্তন হলেই সাথে সাথে পরিবর্তিত হয়ে যাবে।

এদিকে, মধ্যবিত্তের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এলো এই ব্যাঙ্ক । গৃহঋণে সুদের হার কমাচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই)। ৩০ লক্ষ টাকা পর্যন্ত গৃহঋণের ক্ষেত্রে সুদের হার ১০ বেসিস পয়েন্ট হ্রাস পাচ্ছে।এখন গৃহঋণের উপরে ৮.৭০ শতাংশ থেকে ৯ শতাংশ হারে সুদ নেয় এসবিআই। তা কমে ৮.৬০ শতাংশ থেকে ৮.৯০ শতাংশ হতে চলেছে। আজ থেকে নতুন সুদের হার কার্যকর হবে।

কিছুদিন আগেই সুদের হার হ্রাস করে রিজার্ভ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় আর্থিক পর্যালোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তার রেশ ধরে চলতি মাসের গোড়ায় গৃহঋণে সুদের হার কমানোর কথা ঘোষণা করে এসবিআই।

Comments are closed.

error: Content is protected !!