
পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে জিরিঘাটে ধৃত চার উগ্রপন্থী
জিরিঘাট থানা এলাকার নাগা ভিলেজ থেকে চার সন্দেহভাজন জেডইউএফ জঙ্গিকে গতকাল গ্রেফতার করল পুলিশ ও আসাম রাইফেলস এক যৌথ অভিযানে। জিরিঘাট পুলিশ ধৃতদের লক্ষীপুর আদালতে তুলে তিন দিনের জন্য রিমান্ডে নিয়েছে।
বুধবার ভোররাতে জিরিঘাট থানার ওসি মনোজ রাজবংশী ৩৭ আসাম রাইফেল বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে অস্ত্রশস্ত্রসহ এই চার জঙ্গিকে আটক করেন। ধৃত জঙ্গিরা হল অবেদ কামাই (২৯), নামরেইহাং(৩০), গাইজুয়ানলুং ৩০) এবং ললাং পামে(৩২); এরা সবাই মনিপুর রাজ্যের তামেংলং জেলার। তাদের কাছ থেকে ২১টি তাজা গুলি, ১০টি একে ৪৭ রাইফেল, ৫টি ৯ এমএম পিস্তল, ৬এম ১৬ রাউন্ড গুলি, পাঁচটি মোবাইল সেট ও আটটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।
জিরিঘাট থানার ওসি মনোজ রাজবংশী জানিয়েছেন, সেনা গোয়েন্দাদের কাছ থেকে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার মধ্যরাতে যৌথবাহিনী জিরিঘাটের নামদাইলং পুঞ্জিতে হানা দিয়ে ঘুমন্ত অবস্থায় এদের আটক করে। তারা বন্দুক দেখিয়ে চাঁদা সংগ্রহ করার জন্য এসে পুঞ্জিতে স্থানীয়দের বাড়িতে রাত কাটাচ্ছিল বলে খবর ছিল। বেশ কিছুদিন ধরে হরিনগর এলাকার জনগণ এদের আতঙ্কে তটস্থ ছিল বলে খবর পাওয়া গেছে।
Comments are closed.