Also read in

শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা

বীর শহিদ, যারা মাতৃভাষা রক্ষার্থে নিজেদের প্রাণ দিয়েছেন, তাদেরকে স্মরন করে তাদের  প্রতি  শ্রদ্ধা জানাতে শিলচরবাসীরা একত্রিত হন।  সব বয়সের লোকজনেরা শিলচরের শ্মশান ঘাটে তাদের উদ্দেশ্যে ফুল দেন এবং প্রার্থনা জানান।

পাঠকরা জানেন  যে ১৯৬১ সালে ১১ জন শহিদ প্রাণ হারান। ১৯৭২ সালে আরও একজন শহিদ হন এবং  ১৯৮৫ ও ১৯৮৬ সালের মধ্যে আরও তিনটি জীবন হারিয়ে যায়।

এখানে শহিদদের জন্য প্রার্থনা জানানো হয় এবং এবং তাদের আত্মার শান্তি কামনা করা হয়।

Comments are closed.