Also read in

'কোবলেশন' পদ্ধতিতে রক্তপাত বিহীন শল্যচিকিৎসা জনপ্রিয় হচ্ছে শিলচরে

কোবলেশন নামের এই পদ্ধতিটি শহরে নিয়ে এসেছেন বরিষ্ঠ চিকিৎসক ডাঃ প্রভাতী ধর পুরকায়স্থ এবং কৃপাময় নাথ সহ কয়েকজন ডাক্তার। চিকিৎসা বিজ্ঞানে নিত্যনতুন গবেষণার ফলে বেরিয়ে আসছে অনেক আধুনিক পদ্ধতি। তবে শিলচর তথা বরাক উপত্যকায় এর বেশিরভাগই এসে পৌঁছায় না। নাক বা গলার চিকিৎসার ক্ষেত্রে কোনও রক্তপাত ছাড়া আজকাল শল্য চিকিৎসা হচ্ছে। শিলচরের একটি বেসরকারি হাসপাতালে তারা এক বছর ধরে এটি প্রয়োগ করে আসছেন এবং এপর্যন্ত প্রায় ৫০ জনকে শল্য চিকিৎসার মাধ্যমে সুস্থ করেছেন।

রবিবার তারা এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে এই অত্যাধুনিক পদ্ধতির বিষয়ে বিস্তারিত ভাবে জানান। ডাঃ প্রভাতী ধর পুরকায়স্থ বলেন, নাক, গলা, মস্তিষ্ক ইত্যাদি প্রত্যঙ্গের চিকিৎসার ব্যাপারে আজকাল আমাদের বিজ্ঞানে অনেক উন্নতি হয়েছে। আমরা অনেক ধরনের সমস্যা আজকাল সমাধান করছি যা অতীতে ভাবা যেত না। পাশাপাশি এই ক্ষেত্রে শল্যচিকিৎসা আজকাল রক্তপাত বিহীন এবং অত্যন্ত কম বেদনাদায়ক ভাবে করা হচ্ছে। কোবলেশন নামের এই পদ্ধতি আমরা এক্সপেরিমেন্টাল হিসাবে গত বছর শিলচরে শুরু করি। মেহেরপুরের গ্রীন হিলস নামের বেসরকারি হাসপাতাল আমাদের এই সুযোগ করে দেয়। এ পর্যন্ত ৫০টির বেশি সফল চিকিৎসা আমরা করে দেখিয়েছি। এখন আত্মবিশ্বাস নিয়ে সাধারণ মানুষের কাছে এগুলো পৌঁছে দিচ্ছি। আমরা শিলচর মেডিক্যাল কলেজে কাজ করি, আমাদের ইচ্ছা সেখানেও এধরনের পদ্ধতি পৌঁছে দেওয়ার।

কোবলেশন পদ্ধতি নিয়ে আমরা রক্তপাত বিহীন এবং অত্যন্ত কম বেদনাদায়ক শল্য চিকিৎসা করছি। একজন রোগী সকালে এসে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসা করিয়ে বিকেলে বাড়ি ফিরে যাচ্ছে। তাই খরচের দিক দিয়েও অত্যন্ত ভালো এই পদ্ধতিটি। আমরা চাই সাধারণ মানুষ এই পদ্ধতির বিষয়ে আরো বেশি করে জানতে পারুক এবং তাঁরা নিজেদের বিভিন্ন সমস্যা সমাধানে এগিয়ে আসুন।

Comments are closed.

error: Content is protected !!