কচুদরমে মিনিবাস -ম্যাজিক ট্রাক সংঘর্ষ, আহত ১২, উত্তেজনা
সোনাই বিধানসভা এলাকার কচুদরম বাজার সংলগ্ন জাতীয় সড়কে রোববার সকাল দশটা নাগাদ এক যাত্রীবাহী বাসের সঙ্গে মালবোঝাই ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় আহত ১২ জনকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। প্রাথমিক চিকিৎসার পর ৯জনকে ছেড়ে দিলেও তিনজন গুরুতর আহত অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সকাল দশটা নাগাদ কচুদরম, বড়ইতলা মোড়ে দুর্ঘটনা ঘটে। শিলচর থেকে যাত্রীবাহী মিনিবাস এএস ১১- ২৩৩৭ আমড়াঘাটের দিকে যাওয়ার পথে কচুদরম থেকে চালভর্তি ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, ম্যাজিক ট্রাক দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় জনগণ- ভাঙচুর চালান বাসে, অবরোধ হয় সড়ক, বিশাল পুলিশবাহিনী ছুটে আসে। প্রশাসনিক কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনার পর অবরোধ প্রত্যাহার করা হয় ।
ম্যাজিক ট্রাকের চালক বাবুল লস্কর ও গাড়িতে থাকা ইয়ামিন লস্কর ও জমির উদ্দিন নামের দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এই তিনজন সমেত মিনিবাসের আর ও ৯জনকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নয়জনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।
Comments are closed.