Also read in

সুস্মিতার আপত্তি টিকলো না, মোদি-শাহকে ক্লিনচিট নির্বাচন কমিশনের

প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতির বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ নিয়ে সুস্মিতা দেব গত সপ্তাহে সুপ্রিম কোর্টে আপত্তি জানিয়েছিলেন, সর্বোচ্চ আদালত তা নির্বাচন কমিশনের কোর্টে ঠেলে দিয়েছিল; গতকাল তা খারিজ করে দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফ থেকে এই সিদ্ধান্তের কথা সোমবার জানিয়ে দেওয়া হয় সুপ্রিম কোর্টকে।

কংগ্রেসের তরফ থেকে সর্ব ভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী তথা শিলচরের সাংসদ সুস্মিতা দেব সুপ্রিম কোর্টে এক আবেদনে বলেছিলেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহ একাধিক নির্বাচনী সভায় দেশের সেনাবাহিনীর নাম তথা বালাকোট হামলা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লংঘন করেছেন।

নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে সাংসদের আপত্তির পরিপ্রেক্ষিতে দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি দীপক গুপ্তাকে নিয়ে গঠিত বেঞ্চ এবার সুস্মিতা দেবকে অতিরিক্ত হলফনামা পেশ করে তথ্য প্রমাণ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

সংসদ সুস্মিতা দেবের পক্ষে আদালতে প্রতিনিধিত্ব করেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি।

দেশে নির্বাচন প্রায় শেষ পর্যায়ে, এই অবস্থায় অতিরিক্ত হলফনামা পেশ করার পর আদালতে আবার নতুন করে শুনানি শেষ হতে হতে নির্বাচনও প্রায় শেষ হয়ে যাবে, প্রাসঙ্গিকতা হারাবে এই আবেদন।

Comments are closed.