Also read in

আজকের শিরোনাম: করিমগঞ্জে ২,৪৬৭ বিদেশিকে আটক করতে মাঠে পুলিশ, আতঙ্ক

সুপ্রভাত, আজ মঙ্গলবার, ২৩শে বৈশাখ ,১৪২৬ বঙ্গাব্দ ; ৭ই মে, ২০১৯ খ্রিস্টাব্দ।

আজ থেকে শুরু হলো ইসলাম ধর্মীয়দের পবিত্র রমজান মাস।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

নির্বাচনী ফলাফল নিয়ে বিজেপি সাধারণ সম্পাদক রামমাধবকে উদ্ধৃত করে সাময়িক প্রসঙ্গের আট কলাম জোড়া মুখ্য শিরোনাম,

গরিষ্ঠতা না-ও পেতে পারে বিজেপি: রাম মাধব ।। ‘বাংলা- ওড়িশা ও উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বাড়বে গেরুয়া ব্রিগেডের আসন’

সাথে বক্স করে আছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র রিপোর্ট নিয়ে একটি খবর,

বিজেপি পেতে পারে ১৪৫-১৭৭: রিপোর্ট মার্কিন গোয়েন্দা সংস্থার

এই প্রসঙ্গে প্রান্তজ্যোতি প্রথম পাতার মাঝখানে বক্স করে লিখেছে,

একক সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারে বিজেপি: রামমাধব – পশ্চিমবঙ্গ সহ উত্তরপূর্বে বাড়বে আসন

তবে প্রধান মন্ত্রীর ঝড় বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন নিয়ে প্রান্তজ্যোতির মুখ্য শিরোনাম,

কপ্টারে ফণী বিধ্বস্ত ওডিশা পরিদর্শন মোদির- প্রশংসা নবীন পট্টনায়েকের, অতিরিক্ত হাজার কোটি বরাদ্দ

জাতীয় নাগরিক পঞ্জী নিয়ে যুগশঙ্খের লিড নিউজ,

এনআরসি: তদন্তের নির্দেশ সরকারের- পুনরাবেদনে ব্যর্থ খসড়া-ছুটরা সন্দেহভাজন

আরেকটি খবর,

গরহাজির আপত্তিকারী, শুনানিতে হেনস্থা বহু সংখ্যালঘু পরিবারের- একাংশ সেবাকেন্দ্র কর্মীর যোগসাজশের অভিযোগ,শাস্তির দাবি

মুখ্যমন্ত্রীকে উদ্ধৃত করে এইচপিসি নিয়ে আছে খবর,

দেউলিয়া দুই কাগজ কল খুলবে, দিল্লিতে সর্বা

একই খবরে প্রান্তজ্যোতি জানাচ্ছে,

কাগজ কল বাঁচাতে প্রয়োজনে আইনি ব্যবস্থা: মুখ্যমন্ত্রী

প্রান্তজ্যোতির দ্বিতীয় শিরোনাম,

যৌন হেনস্থা: রঞ্জন গগৈকে ক্লিন চিট সুপ্রিম কোর্টের

ছবিসহ প্রান্তজ্যোতির অন্য খবর,

রোহিঙ্গা ধরপাকড়ের নামে বাঙালিদের হয়রানি ভৈরবীতে, প্রতিবাদে সড়ক অবরোধ

অ্যাঙ্কর প্রতিবেদনে প্রান্তজ্যোতির চাঞ্চল্যকর খবর,

করিমগঞ্জে ২,৪৬৭ বিদেশিকে আটক করতে মাঠে পুলিশ, আতঙ্ক ।। হিন্দু নাগরিকত্ব বিল মানতে হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব: শিপ্রা ।। পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে অভিযান, নইলে আইন-শৃঙ্খলা সমস্যা দেখা দেবে : মিশন

সাময়িক বক্স করে জানাচ্ছে,

  • কাছাড়ে নির্বাচনোত্তর বিদেশি-ধরা জালে প্রথম আটকা পড়লেন হিন্দু প্রৌড়া: আইনজীবীর উপর ভরসা করে ফাঁসলেন দিপালী?
  • বহু আপত্তিই সাজানো, শুনানি শুরু হতেই পর্দা ফাঁস

সাময়িকের অন্য খবর,

মেধাতালিকায় গুয়াহাটির পড়ুয়াও :: সিবিএসই-র দশম শ্রেণীর পরীক্ষায় টেক্কা দিল ছাত্রীরা

প্রথম পাতায় সাময়িকের কয়েকটি টুকরো খবর,

  • আগুনের গ্রাসে রাশিয়ার বিমান, মৃত অন্তত ৪১
  • ওড়িশায় ফণী: আরো ১০০০ কোটি দিলেন মোদি
  • ৮ মে অসম বনধ-এর ডাক মুসলিম পরিষদের
  • জুলাইয়ে রওনা দেবে চন্দ্রযান-২
  • রমজানের জন্য ভোট গ্রহণের সময় বদলানোর আর্জি খারিজ কমিশনে

সাময়িক প্রসঙ্গের আজকের সম্পাদকীয় শিরোনাম,

সুকান্তর মূর্তি ভাঙ্গা কিসের ইঙ্গিতবাহী

প্রান্তজ্যোতির সম্পাদকীয়,

আবার মূল্যবৃদ্ধির প্রবণতা বাজারে

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

ঘৃণার রাজনীতি

এবং

অ্যান্টিবায়োটিক প্রতিরোধীদের প্রতিরোধ

আইপিএলের খবরে যুগশঙ্খ জানাচ্ছে,

চিপকে আজ দুই হেভিওয়েটের লড়াই-আজ কোয়ালিফায়ারে ফাইনাল নিশ্চিত করতে চাইছে চেন্নাই মুম্বাই

সামরিকের শিরোনাম,

আইপিএলে আজ প্রথম কোয়ালিফায়ার- ফাইনালে ওঠার লক্ষ্যে সিএসকে মুম্বাই

স্থানীয় ক্রিকেট নিয়ে প্রান্তজ্যোতির খবর,

স্কুল ক্রিকেটে জিতল কেন্দ্রীয় বিদ্যালয়, মহর্ষি

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.

error: Content is protected !!