৮০ ঘন্টার নিখোঁজ থাকার পর অপহৃত শিশু ত্রিশা উদ্ধার
আসাম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি শুভদীপ ও শতভিষা রায় চৌধুরীর মেয়ের তৃষাকে অপহরনের প্রায় ৮০ ঘণ্টা পর মেঘালয় থেকে উদ্ধার করা হয়।
পুলিশ রিপোর্ট অনুযায়ী, ৫ জুন বিকেল ৩ টায় আসাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক ক্যাম্পাস থেকে শিশুটিকে অপহরণ করা হয়।এই ঘটনাটিতে প্রধান সন্দেহভাজন নেহা কাজের লোক হিসেবে তাদের বাড়িতে ছিল ।
এসপি থামার মিডিয়াতে বলেছেন , “শনিবার দুপুরে জেলা সদর দফতরে একটি নাপিতের দোকানে অপহরণকারীরা শিশুটিকে রেখে পালিয়ে যায়। যখন ছোট্ট শিশু কাঁদতে শুরু করে, তখন লোকেরা পুলিশকে জানায়। ” ছুট্ট এই মেয়েটি একটি শব্দও বলতে পারছিল না এবং শুধু কাঁদছিল, বর্তমানে সে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে”।
তৃষার সাথে ওর মায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় জনগন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। তৃষা উদ্ধারে সোশ্যাল মিডিয়ার ও এক বিরাট ভুমিকা ছিল ।
Comments are closed.