Also read in

হায়ার সেকেন্ডারি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে ২৫শে মে

২৫মে, শনিবার উচ্চতর মাধ্যমিক ফাইনাল পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল সূত্রে এই খবর জানা গেছে। ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানা যাবে সকাল ৯টায়।

২,৪২,৮৪৩ জন পড়ুয়া এবার এই পরীক্ষায় অবতীৰ্ণ হয়েছে। এর মধ্যে কলা বিভাগে আছেন ১,৮৬,১৮৭ জন শিক্ষাৰ্থী, ৩৭,৪৫৫ জন বিজ্ঞান বিভাগে এবং ১৮,২৯১ জন শিক্ষাৰ্থী বাণিজ্য বিভাগে । ৯১০ জন পরীক্ষার্থী ভোকেশন্যাল স্ট্রিমে পরীক্ষা দিয়েছে।

৯টি ওয়েবসাইটের মাধ্যমে এই ফলাফল জানা যাবে। এছাড়া মোবাইল অ্যাপসের মাধ্যমে ও ফলাফল জানা যাবে।

তবে সরকারি ওয়েবসাইট হচ্ছে

http://ahsec.nic.in

এবং

http://resultassam.nic.in

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয় গত ১৫ ই মে। মাধ্যমিকে বরাক উপত্যকার পড়ুয়ারা মেধাতালিকায় স্থান করতে পারেনি। এবার উচ্চমাধ্যমিকে মেধা তালিকায় স্থান করতে পারে কিনা সেটাই দেখার বিষয়।

Comments are closed.