Also read in

সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার, করিমগঞ্জে অভিযুক্ত পুলিশ অফিসার.

সাংবাদিক সুজন দেবরায়ের সঙ্গে দুর্ব্যবহার এবং তার মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় এক পুলিশ অফিসারের বিরুদ্ধে শনিবার এফআইআর দায়ের করেছেন করিমগঞ্জের সব সাংবাদিকরা। ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে করিমগঞ্জের পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানানো হয়।

ঘটনায় প্রকাশ, সাংবাদিক সুজন দেব রায় স্টেশন রোডের একটি ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে সদর থানার সেকেন্ড অফিস ইনচার্জ ফয়জুর রহমান তার মোবাইল কেড়ে নেন এবং ওইখানে উপস্থিত লোকজনের সামনে তার সঙ্গে দুর্ব্যবহার করেন। সুজন পুলিশ অফিসারকে বোঝাতে চেষ্টা করেন যে তিনি একজন সাংবাদিক। কিন্তু একথাও পুলিশ অফিসারের ব্যবহারে পার্থক্য আনতে ব্যর্থ হয়। এমনকি অন্যান্য সাংবাদিকরাও ঘটনার প্রতিবাদ জানালে ফয়জুল সুজনকে মোবাইল ফিরিয়ে দিতে অস্বীকার করেন।

এই অপমানজনকঘটনায় সাংবাদিকরা পুলিশ অফিসারের বিরুদ্ধে করিমগঞ্জ পুলিশ সুপারের কাছে অভিযোগ জানালে এসপি ঘটনার জন্য ক্ষমা চান এবং অভিযুক্ত ফাজিজুর রহমানকেও ডেকে পাঠান। এস পি রহমানকে সাংবাদিকের মোবাইল ফিরিয়ে দিতে এবং সংবাদ মাধ্যমের সামনে ক্ষমা চাইতে বলেন। এসপি সেইসঙ্গে অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণেরও আশ্বাস দিয়েছেন।

এই ঘটনায় অনেকেই মনে করছেন যে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের এমনতরো ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। যারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ করেন, জনগণের সামনে তা পরিবেশন করেন, তাদেরকে এমন হেনস্থার শিকার হতে হচ্ছে, যা সত্যিই দুঃখজনক।

Comments are closed.

error: Content is protected !!