Also read in

আজকের শিরোনাম: শুরু বহু কোটির কয়লা কেলেঙ্কারির উচ্চস্তরীয় তদন্ত, নেতৃত্বে ডিআইজি

সুপ্রভাত, আজ রবিবার, ১৯শে মে, ২০১৯ খ্রিস্টাব্দ; ৪ঠা জ্যৈষ্ঠ ,১৪২৬ বঙ্গাব্দ ।

আজ মহান ভাষা শহিদ দিবস।।

জানিয়ে দিচ্ছি আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম‌।

হিমালয়ে কেদারনাথ মন্দিরের কাছে প্রধানমন্ত্রীর ধ্যানমগ্ন হওয়ার খবরকে মুখ্য শিরোনাম করে সাময়িক প্রসঙ্গ লিখেছে,

আজ শেষ ভোট, মোদি ধ্যানে মগ্ন কেদারনাথে

সাথে আছে,

অমিত শাহ ছুটলেন সোমনাথ

এই প্রসঙ্গে প্রান্তজ্যোতি বক্স করে লিখেছে,

রাজপাটের ফাঁকে ধ্যানপাঠ

আজ সপ্তম তথা শেষ পর্যায়ের ভোট, গণনা ২৩শে; ইতিমধ্যে সরকার গঠন নিয়ে তৎপরতা তুঙ্গে। এই নিয়ে প্রান্তজ্যোতির লিড নিউজ,

গা ঝাড়া দিয়ে উঠলো তৃতীয় শক্তি

দৈনিক যুগশঙ্খের মুখ্য শিরোনাম,

ভোট শেষের আগেই বিরোধী জোটের তৎপরতা শুরু : রাহুল- অখিলেশ- পাওয়ার- মায়ার সঙ্গে টানা বৈঠক চন্দ্রবাবু নাইডুর

সাময়িক লিখেছে,

আজ মোদি সহ ৯১৮ প্রার্থীর ভাগ্য নির্ণয়

কয়লা কেলেঙ্কারি নিয়ে সাময়িকের দ্বিতীয় শিরোনাম,

শুরু বহুকোটির কয়লা কেলেঙ্কারির উচ্চস্তরীয় তদন্ত, নেতৃত্বে ডিআইজি।। কাটিগড়া থানায় জিজ্ঞাসাবাদ ব্যবসায়ীদের, ইউডিএফ নেতা এনামুল্লাকেও

প্রান্তজ্যোতি জানাচ্ছে,

জনতা-যুব মোর্চা মিলে ঘুরিয়ে দিল কয়লার লরি

কাটিগড়া থানায় সাক্ষ্যগ্রহণে ডিআইজি

এনআরসি নিয়ে বিভিন্ন খবর ও আজ স্থানীয় পত্রিকাগুলোতে প্রকাশিত হয়েছে। সাময়িক জানাচ্ছে,

পুনরাবেদন না করা খসড়া ছুটদের তথ্য চেয়ে সরকারের চিঠি হাজেলাকে

প্রান্তজ্যোতির খবর

এনআরসি ছুটদের খোঁজার নির্দেশ পুলিশকে

যুগশঙ্খ লিখেছে,

এনআরসি: ৩.৮ লক্ষ লোকের বিরুদ্ধে তৎপর রাজ্যের গৃহ দপ্তর!

হাইলাকান্দির সাম্প্রতিক ঘটনা নিয়ে যুগশঙ্খের দ্বিতীয় শিরোনাম,

হাইলাকান্দি কান্ড: সিআরপিএফ ক্যাম্প বসানোর দাবিতে সর্বার সঙ্গে বৈঠক বরাক বিজেপি নেতাদের

যুগশঙ্খের অ্যাঙ্কর প্রতিবেদন,

‘জীবন মৃত্যুর সন্ধিক্ষণে খালেদা জিয়া’

দৈনিক যুগশঙ্খের কয়েকটি টুকরো খবর,

  • গুয়াহাটিতে উদ্ধার দিল্লির ছাত্রীর মৃতদেহ
  • পুলওয়ামা এনকাউন্টার: জওয়ান ঔরঙ্গজেবের হত্যাকারীসহ হত ৩ হিজবুল জঙ্গি
  • পিএসও লাগিয়ে আমাকে খুন করাবে বিজেপি: কেজরিওয়াল
  • ভোটে দেদার টাকা বিলি: এআইডিএমকের বিরুদ্ধে কমিশনে ডিএমকে

ভাষা শহীদ দিবসের প্রাক সন্ধ্যায় বঙ্গভবনে ভাষা সেনানীদের সংবর্ধনার খবরে সাময়িকের অ্যাঙ্কর প্রতিবেদন,

সংগ্রাম অসাম্প্রদায়িক: উনিশের প্রাকসন্ধ্যায় ছয় ভাষা সেনানিকে সম্মান জানালো বরাক বঙ্গ

গুয়াহাটির জু রোড কাণ্ড নিয়ে সাময়িক জানাচ্ছে,

গুয়াহাটি বিস্ফোরণে জড়িতদের ধরপাকড়- অভিনেত্রী জাহ্নবীর স্কুটিতে সওয়ার ছিলেন বিজয়, গ্রেনেড ছুড়েই হাওয়া

প্রথম পাতায় সাময়িকের আরও কয়েকটি খবর,

  • জেহাদী :বরপেটায় আরবি কলেজের অধ্যক্ষ গ্রেফতার
  • দিল্লিতে ও এনআরসি চায় বিজেপি
  • আমাজনের টয়লেট সিট কভারে হিন্দু দেবদেবীর ছবি!
  • ‘হিন্দু’ শব্দ বিদেশীদের দেওয়া, ফের বিতর্কে কমল হাসান
  • ভিভিপাট নিয়ে দুশ্চিন্তায় কমিশন, ভোট গণনায় দিন গড়াতে পারে

দৈনিক প্রান্তজ্যোতির আজকের সম্পাদকীয়,

ডাকে ঐ ভাষা শহীদেরা শোনো…

সাময়িক প্রসঙ্গের সম্পাদকীয় শিরোনাম,

আরও উনিশে মে চাই?

দৈনিক যুগশঙ্খের দুটো সম্পাদকীয়,

মাতৃভাষার অধিকার ও ভাষা-শহীদ স্মরণ

এবং

গণতন্ত্র রক্ষায় বাংলায় জারি হোক ৩৫৬

খেলার পাতায় আসন্ন বিশ্বকাপ নিয়ে সাময়িকের প্রতিবেদন,

অধিনায়ক হিসেবে কোহলির অগ্নিপরীক্ষা

ছবিসহ প্রান্তজ্যোতির অন্য খবর,

৩২ জনকে সংবর্ধনা দিল ভেটারেন ক্রিকেটার্স ক্লাব

মোটামুটি এই ছিল আজকের স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।

আপনার আজকের দিনটি অনেক অনেক ভালো কাটুক এই শুভেচ্ছা রইল।

Comments are closed.